ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়ার ভরসা ম্যাক্সওয়েল

প্রকাশিত: ০৫:৫৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

অস্ট্রেলিয়ার ভরসা ম্যাক্সওয়েল

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে অস্ট্রেলিয়া। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের সেই ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ রান করেন গ্ল্যান মেক্সওয়েল। এরপর বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়। যে কারণে নিজের ঝলক দেখানোর অপেক্ষায় অস্ট্রেলিয়ার প্রতিভাবান এই অলরাউন্ডার। আজ অকল্যান্ডে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আর কিউইদের বিপক্ষে ম্যাচেই জ্বলে উঠতে মরিয়া ২৬ বছর বয়সী ভিক্টোরিয়ার এই ক্রিকেটার। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ৫৭ বলে ১২২ রানের ঝলমলে এক ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। শুধু ব্যাট হাতেই নয়। বিশ্বকাপের ঠিক পূর্ব মুহূর্তে ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ক্যারিয়ার সেরা ৪ উইকেটও দখল করেছিলেন তিনি। যে কারণে কিউইদের বিপক্ষে ম্যাচে আজ অস্ট্রেলিয়ার বড় ভরসার নাম মেক্সওয়েল। ইংলিশদের বিপক্ষে জেতা ম্যাচে অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার মাত্র ৪ ওভার বল করেছিলেন। তবে দলের প্রয়োজনে ১০ ওভার বল করতে প্রস্তুত মেক্সওয়েল, ‘আমি নেটে দারুণভাবে অনুশীলন করেছি। প্রয়োজনে ১০ ওভারও বল করতে প্রস্তুত আমি। এই দলটিতে আমি নিজেকে বোলার হিসেবেও দেখতে পছন্দ করি। বিশেষ করে গত কয়েকটি ম্যাচে তো আমিই ছিলাম একমাত্র স্পিনার।’ অস্ট্রেলিয়ার জার্সিতে ৪২ ম্যাচ খেলেছেন ম্যাক্সওয়েল। এই সময়ের মধ্যে ৩১.৬৮ গড়ে তার ব্যাট থেকে এসেছে ১,১০৯ রান। আর বোলিংয়ে তার দখলে ২৮ উইকেট। তবে তার খেলার কৌশল কী? এমন প্রশ্নের জবাবে ম্যাক্সওয়েল বলেন, ‘মানুষ যেভাবে বলাবলি করে আসলে আমার বোলিং কৌশল তেমন না। তবে আমার কৌশল নিয়ে কোন সন্দেহ নেই। কেননা তা প্রথম শ্রেণীর ক্রিকেটেই আমি প্রমাণ করেছি। বিভিন্ন কঠিন পরিস্থিতিতেও পারফর্ম করে ঠিকে রয়েছি।’ তবে বর্তমানে অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবেও নিজের জায়গাকে শক্তিশালী করছেন তিনি। এ বিষয়ে ম্যাক্সওয়েল বলেন, ‘দলে এখন আমার ভূমিকা কী তা বুঝতে পারিনি এবং যে কোন পরিস্থিতিতেই নিজেকে খাপ খাওয়াতে পারি।’ এবারের বিশ্বকাপে বেশকিছু চমক দেখা গেছে। তাই ছোট কিংবা বড় কোন দলকেই হালকাভাবে নিচ্ছেন না মেক্সওয়েল। বিশেষ করে বিশ্বকাপের প্রথম সপ্তাহের চমক দেখে। এবারের বিশ্বকাপে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চমক উপহার দেয় আয়ারল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ডের লড়াইও ছিল প্রশংসনীয়। যে কারণেই মেক্সওয়েলের মনে করেন জিততে হলে প্রতিপক্ষের বিপক্ষে শতভাগ উজার করে দিতে হবে তাদের। এ বিষয়ে তিনি বলেন, ‘আপনি হয়ত স্কটল্যান্ডকে দেখতে পারেন। যারা নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে জয়ের খুব কাছাকাছি চলে এসেছিল। আর আয়ারল্যান্ড তো ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েই দিয়েছে। প্রকৃতপক্ষে এটা বিশ্বকাপ। তাই এখানে যে কেউ যে কাউকেই হারাতে পারে। তাই প্রতিপক্ষের বিপক্ষে আমাদের শতভাগ উজার করে দেয়ার বিকল্প নেই।’
×