ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভোলায় ব্যতিক্রমী পাখিমেলা

প্রকাশিত: ০৪:১৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

ভোলায় ব্যতিক্রমী পাখিমেলা

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৭ ফেব্রুয়ারি ॥ ‘ভোলার পাখি যায় না ভোলা’ এই স্লোগান নিয়ে শুক্রবার দুপুরে ভোলা ওবায়দুল হক মহাবিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী পাখিমেলা। নেচার কনজারভেশন ও বন বিভাগের যৌথ আয়োজনে এবং বার্ড ও এ্যাডভেঞ্চার ক্লাবের সহযোগিতায় পাখিমেলায় আলোকচিত্র প্রদর্শনী, শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও অলোচনা সভা হয়েছে। বন বিভাগের সদর সহকারী রেঞ্জার কামরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ এম ফারুকুর রহমান। বিশেষ অতিথি ছিলেনÑ প্রবীণ সাংবাদিক এমএ তাহের, পাখি বিশেষজ্ঞ বিল উইলিয়াম জোন্স, স্টিফেন স্যাওরথ, এভারেস্ট বিজয়ী এমএ মুহিত, নেকমের প্রাণী গবেষক সামিউল মোহসেনিন, বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্য ওমর শাহাদাত ও ভোলা এ্যাডভেঞ্চার ক্লাবের আহ্বায়ক এমএম বাহাউদ্দিন।
×