ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাবিতে ছাত্রদল নেতাকে পেটাল বহিষ্কৃত ছাত্রলীগ নেতা

প্রকাশিত: ০৪:০৮, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

জাবিতে ছাত্রদল নেতাকে পেটাল বহিষ্কৃত ছাত্রলীগ নেতা

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আজীবন বহিষ্কৃত নেতা আসিফ আহমেদের নেতৃত্বে ৪-৫ ছাত্রলীগ কর্মী শহীদ সালাম বরকত হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবরকে বেধড়ক পিটিয়েছে। জহির উদ্দিন বাবর রসায়ন বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী। বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে নতুনকলা ভবনের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাত্রদল নেতা বাবর পরীক্ষা শেষে বিভাগ থেকে বাসায় ফেরার পথে নতুন কলা ভবনের সামনে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা আসিফ আহমেদের নেতৃত্বে ৪-৫ জন কর্মী ব্যাপক মারধর করে। আহত অবস্থায় বাবরকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে সাভারের একটি স্থানীয় হাসপাতালে স্থানান্তর করে। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক ডাঃ শ্যামল রায় জানান, বেশ রক্তক্ষরণ হয়েছে। হামলাকারী আসিফ আহমেদ (রসায়ন, ৩৯তম ব্যাচ) বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। আসিফ আহমেদ প্রায় তিন বছর আগে ছাত্রলীগ থেকে বহিষ্কৃত হওয়ার পরও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের রাজনীতি নিয়ন্ত্রণ করে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা আসিফ আহমেদ বলেন, বিএনপি ক্ষমতায় আসলে আমাকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেবে না বলে বাবর ২ বার ফোনে হুমকি দিয়েছে। আর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নাশকতার সঙ্গে সে জড়িত। তাই এমন ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে নিয়মানুযায়ী ব্যবস্থা নেয়া হবে। পাখিমেলা আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩তম পাখিমেলা ২০১৫। পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবারের মতো এবারও পাখিমেলার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ। শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে পাখিমেলা।
×