ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জঙ্গীবাদী কার্যক্রম প্রতিরোধে মানুষ সোচ্চার ॥ নাসিম

প্রকাশিত: ০৬:০১, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

জঙ্গীবাদী কার্যক্রম প্রতিরোধে মানুষ সোচ্চার ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ভয়কে জয় করেছে বাংলাদেশ। বিএনপি-জামায়াতের জঙ্গীবাদী কার্যক্রম ও হত্যাকাণ্ড প্রতিরোধে সোচ্চার হয়ে উঠেছে দেশের মানুষ। রাজনীতির নামে বিএনপি-জামায়াতের মানুষ মারার চিত্র ও পরিকল্পনা আজ প্রকাশ পাচ্ছে। তাই হরতাল-অবরোধ প্রত্যাখ্যান করে রাস্তায় নেমেছে যানবাহন ও মানুষের ঢল। দেশের মানুষ নয়, মানুষ মেরে ক্ষমতা দখল করাই বিএনপি-জামায়াতের মূল উদ্দেশ্য। বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির ২১তম বার্ষিক সাধারণ সভা ও বৈজ্ঞানিক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ সব কথা বলেন। সোসাইটির সভাপতি অধ্যাপক এ কে এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান ও মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান প্রমুখ। আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, নিজেরা অবরোধ না মেনে জ্বালাও-পোড়াও করে সরকারের পতন ঘটানো যায় না। এভাবে সরকারের পতন ঘটানো গেলে পৃথিবীতে আর সভ্যতা গড়ে উঠত না। হরতাল-অবরোধ ডেকে দলের নেতারা গাড়িতে ঘুরে বেড়ান। অথচ সাধারণ মানুষ গাড়িতে যাতায়াত করলে পেট্রোলবোমা মেরে নির্মমভাবে হত্যা করা হয়। বিএনপির ডাকা হরতাল-অবরোধ কেউ মানছে না দাবি করে তিনি বলেন, মানুষ হরতাল-অবরোধ মানলে রাস্তায় রিকশা, সিএনজি ও বাস চলত না, যানজট থাকত না। স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ করতে শুক্রবারেও হরতাল দিচ্ছেন। শিক্ষা-স্বাস্থ্য ক্ষেত্রে রাজনীতি মেনে নেয়া যায় না। তিনি আরও বলেন, তরুণ চিকিৎসকরা গ্রামে থাকতে চান। আপনাদের সবাইকে সহযোগিতা করতে হবে তাদের গ্রামে থাকার জন্য।
×