ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অধ্যাপক আলমগীর হাবীবের ইউএপিতে যোগদান

প্রকাশিত: ০৭:০৩, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

অধ্যাপক আলমগীর হাবীবের ইউএপিতে যোগদান

বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. আলমগীর হাবীব ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে গত ১ ফেব্রুয়ারি বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন। ড. হাবীব গত চার দশক ধরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজির (বুয়েট) উল্লেখযোগ্য পদ যেমন ডিন, বিভাগীয় প্রধান এবং নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এমনকি স্ব স্ব ক্ষেত্রে তিনি সুনাম অর্জন করেন। এছাড়া ড. হাবীব দেশে এবং বিদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সুনামের সঙ্গে শিক্ষকতা করে আসছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো- বুয়েট, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি, ঢাকা, মালয়েশিয়ার পারটানিয়াম বিশ্ববিদ্যালয়, ইরাকের মসুল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের উল্লেখযোগ্যসংখ্যক প্রাইভেট বিশ্ববিদ্যালয়। -বিজ্ঞপ্তি নারী উদ্যোক্তাদের জন্য কর্মশালা সোমবার সকালে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিসিএসআইআর-এর আইএফএসটি সেমিনারকক্ষে অনুষ্ঠিত হয় ‘নারী উদ্যোক্তাদের জন্য প্রযুক্তি’ শীর্ষক কর্মশালা। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা শতাধিক নারী উদ্যোক্তা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিএসআইআর-এর চেয়ারম্যান ড. আছাদুজ্জামান। সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. সৈয়দ ইহসামুল করিম। -বিজ্ঞপ্তি বগুড়ায় মন্দিরে আগুন ॥ দুই শিবির কর্মী আটক স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শেরপুর উপজেলার চ-ীজান গ্রামে সোমবার গভীর রাতে রাধাগোবিন্দ মন্দিরে আগুন দিলে লোকজন টের পেয়ে তা নেভায়। এ সময় দুই যুবক পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধরে ফেলে। তারা হলো শিবির কর্মী ফরহাদ হোসেন (১৯) ও মোঃ তোহা (২২)। এদের বাড়ি ঘটনাস্থল থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে খামারকান্দি গ্রামে। এ বিষয়ে মন্দিরের সভাপতি বিজয় কুমার দাস শেরপুর থানায় মামলা দায়ের করেছেন। বিএইচবিএফসি’র শীতবস্ত্র বিতরণ সম্প্রতি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) উদ্যোগে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ নূরুল আলম তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় বৃদ্ধ, এতিম শিশু ও প্রতিবন্ধীদের হাতে শীতবস্ত্র তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ড. উম্মে আফছারী জহুরা। -বিজ্ঞপ্তি
×