ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ০৭:০৬, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

গাইবান্ধায় বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৩ ফেব্রুয়ারি ॥ শিশু কিশোর ছোটগল্প গ্রন্থ ‘মামা কাহিনী ও অন্যান্য গল্প’ বইয়ের মোড়ক উন্মোচনে সোমবার গাইবান্ধা প্রেসক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংবাদিক খুরশিদ বিন আতা খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি ছিলেন গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস। বক্তব্য রাখেন সাহিত্যিক শিক্ষাবিদ ইবনে সিরাজ, বইটির লেখক গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, নুরুজ্জামান প্রধান, আজাদ হোসেন সরকার, সিদ্দিক আলম দয়াল, রজতকান্তি বর্মন, উত্তম সরকার, শাহাবুল শাহীন তোতা, কুদ্দুস আলম, উজ্জ্বল চক্রবর্তী প্রমুখ। সোলার বিতরণ নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা, ২৩ ফেব্রুয়ারি ॥ জেলার দুর্গাপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিগত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও সোলার বিতরণ করা হয় সোমবার। উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ৪৯টি সোলার ও ২৮ বান্ডেল টিন দেয়া হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ সংসদ সদস্য ছবি বিশ্বাস, আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, ইউপি চেয়ারম্যান মোঃ শাহীনুর আলম সাজু, কৃষক লীগ সভাপতি আব্দুল্লাহ্ হক, সাধারণ সম্পাদক স্বপন হাজং, শ্রমিক লীগ নেতা শীতল সরকার, মোঃ আঃ করিম, যুবলীগ নেতা মোঃ আবুল কাশেম, মোঃ উজ্জ্বল সরকার প্রমুখ। হরিনাম সঙ্কীর্তন সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ২৩ ফেব্রুয়ারি ॥ লক্ষ্মীপুরের রায়পুরে বিশ্ব শান্তি ও দেশ মাতৃকার মঙ্গল কামনায় ক্যাম্পেরহাট স্বামী বিবেকানন্দ স্মৃতি সেবাশ্রমের শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে চার দিনব্যাপী হরিনাম যজ্ঞানুষ্ঠান সোমবার শেষ হয়েছে। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোরে প্রদীপ প্রজ্বলন ও শুভ অধিবাসের মধ্যদিয়ে শুরু হয় এ উৎসব। স্কুল ড্রেস বিতরণ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ দরিদ্র ও মেধাবী ৩শ’ ৫৭ ছাত্রীকে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। বিকালে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল ইউনিফর্মগুলো তুলে দেন। সদর উপজেলার রিকাবীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ড্রেস বিতরণের ব্যতিক্রম এই আয়োজন হয় নিজস্ব মাঠে। মিরকাদিম পৌর মেয়র ও প্রতিষ্ঠানটির সভাপতি শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ শরীফুল ইসলাম ও প্রধান শিক্ষক মোঃ আশরাফুজ্জামান প্রমুখ।
×