ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্যানাভারোর কঠিন চ্যালেঞ্জ

প্রকাশিত: ০৭:০২, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

ক্যানাভারোর কঠিন চ্যালেঞ্জ

স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি চ্যাম্পিয়ন্স লীগে বুধবার সিওলের মুখোমুখি হবে চাইনিজ ক্লাব গুয়াঞ্জো এভারগ্র্যান্ডে। আর সিওলের বিপক্ষে ম্যাচটি গুয়াঞ্জোর জন্য বেশ গুরুত্বপূর্ণ। কেননা গত মাসে সুপার কাপের ফাইনালে উঠেছিল ক্লাবটি। কিন্তু শিরোপা জয়ের লড়াইয়ে শান্দোং লুনেংয়ের কাছে পরাজয় মানে গুয়াঞ্জো। আর সেই ম্যাচেই প্রথমবারের মতো চীনের ক্লাবটির কোচের দায়িত্ব পালন করেন ইতালিয়ান ফুটবলের জীবন্ত কিংবদন্তি ফ্যাবিও ক্যানাভারো। সুপার কাপ জিততে না পারায় এএফসি চ্যাম্পিয়ন্স লীগ জেতার স্বপ্ন দেখছে গুয়াঞ্জো। আর বিশ্ব ফুটবলের সাবেক তারকা ফুটবলার ফ্যাবিও ক্যানাভারো যেহেতু ক্লাবটির কোচের দায়িত্বে রয়েছেন তাই ভক্ত-অনুরাগীদের প্রত্যাশাটাও অনেক বেশি। ফ্যাবিও ক্যানাভারোর বর্তমান বয়স ৪১। ২০১০ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেন তিনি। তবে তার আগেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান সাবেক এই ইতালিয়ান সেন্টার ব্যাক। ইতালির হয়ে ১৩৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। শুধু জাতীয় দলের হয়েই নয়। বরং ক্লাব ফুটবলেও তার পারফর্মেন্স ছিল চমকপ্রদ। ইতালিয়ান সিরি’এ লীগের সেরা ক্লাব জুভেন্টাস, ইন্টার মিলান, নেপোলি এবং পার্মার হয়ে খেলেছেন তিনি। এছাড়া স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের জার্সিতেও তাঁর পারফর্মেন্স ছিল প্রশংসনীয়। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিন বছর রিয়াল মাদ্রিদের জার্সিতে ৯৪ ম্যাচ খেলেছেন তিনি। সর্বশেষ আল আহলির হয়ে খেলে ক্লাব ফুটবলকে বিদায় বলেন ফ্যাবিও ক্যানাভারো। এরপর গত বছরের নবেম্বরে কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন চাইনিজ ক্লাব গুয়াঞ্জো এভারগ্র্যান্ডের।
×