ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ম্যানসিটি-বার্সিলোনা ‘হাইভোল্টেজ’ ম্যাচ

প্রকাশিত: ০৭:০০, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

ম্যানসিটি-বার্সিলোনা ‘হাইভোল্টেজ’ ম্যাচ

স্পোর্টস রিপোর্টার ॥ ভিন্ন আবহে আবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের নকআউট পর্বে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও বার্সিলোনা। ২০১৪-১৫ মৌসুমের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে আজ রাতে সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে লড়বে স্প্যানিশ ও ইংলিশ পরাশক্তিরা। প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের আরেক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ইতালির জুভেন্টাস ও জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড। টুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। গত মৌসুমেও প্রি-কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল সিটি ও বার্সা। দুই লেগের লড়াইয়ে ৪-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বার্সিলোনা। এবার তাই ইংলিশ প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়নদের প্রতিশোধ নেয়ার মোক্ষম সুযোগ। গ্রুপপর্বে ছয় ম্যাচের পাঁচটিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় ক্যাটালানরা। ৮ পয়েন্ট পেয়ে ‘ই’ গ্রুপের দ্বিতীয় সেরা হয়ে শেষ ষোলোতে ওঠে সিটি। এই নিয়ে দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার লড়াইয়ে নকআউট পর্বে খেলছে ম্যানসিটি। গতবারের মতো এবারও লিওনেল মেসি ও সার্জিও এ্যাগুয়েরোর লড়াই দেখতে পাবে ফুটবল বিশ্ব। আর্জেন্টিনার এই দুই মহাতারকা জাতীয় দলে সতীর্থ হিসেবে খেললেও মাঝে মধ্যে ক্লাব পর্যায়ে খেলে থাকেন একে অপরের বিরুদ্ধে। আগেরবার বন্ধুর সঙ্গে লড়াইয়ে জিতেছিলেন মেসি। দুই লেগেই একটি করে গোল করেছিলেন টানা চার বারের ফিফা বর্ষসেরা তারকা। অন্যদিকে এ্যাগুয়েরো কোন গোলই করতে পারেননি। সিটি তারকা অবশ্য প্রথম লেগে খেলেননি। এ কারণে বার্সিলোনার বিরুদ্ধে এবারের লড়াইটা সিটির জন্যে যেমন প্রতিশোধের, তেমনি এ্যাগুয়েরোর জন্য বন্ধুর কাছে হারের বদলা নেয়ার। চলমান মৌসুমে দু’জনই আছেন তুখোড় ফর্মে। স্প্যানিশ লা লিগায় এখন পর্যন্ত ২৬ গোল করেছেন মেসি। আর চ্যাম্পিয়ন্স লীগে তার গোলসংখ্যা ৮টি। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লীগে ১৭ গোল করে গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন এ্যাগুয়েরো। চ্যাম্পিয়ন্স লীগে এ পর্যন্ত ৫টি গোল করেছেন তিনি। গত নবেম্বরে গ্রুপপর্বে বেয়ার্ন মিউনিখকে ৩-২ গোলে হারানো ম্যাচে হ্যাটট্রিক করেন এ্যাগুয়েরো। আগেরবারের বাজে হারের বদলা নেয়ার জন্য মুখিয়ে আছে সিটি। সাফল্য ধরে রাখতে বার্সাকে কঠিন লড়াই করতে হবে নিশ্চিত করে। কেননা দিন দুই আগে ন্যু ক্যাম্পে মালাগার কাছে ১-০ ব্যবধানে হারটা যেমন লুইস এনরিকের দলের জন্য ধাক্কা, তেমনি ইপিএলে নিউক্যাসল ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসে বলীয়ান ম্যানুয়েল পেলেগ্রিনির দল। তিনি বলেন, গত বছরের তুলনায় আমরা এবার ভাল অবস্থায় আছি। গত বছর ফেব্রুয়ারির আগে খেলেছিলাম ১৮ ম্যাচ। ডিসেম্বরে ৯টি, জানুয়ারিতে ৯টি। এই ১৮টির মধ্যে জিতেছিলাম ১৬টিতে, ড্র ২টিতে। আসলে ওই সময়টা (বার্সার বিরুদ্ধে ম্যাচ) আমাদের জন্য উপযুক্ত ছিল না। তাছাড়া মার্টিন ডেমিচেলিসের বেরিয়ে যাওয়াও বেশ ভুগিয়েছিল। পেলেগ্রিনি আরও বলেন, চলতি বছর জানুয়ারিতে আমরা কম ম্যাচ খেলেছি। ফলে চ্যাম্পিয়ন্স লীগে ভাল করার চেষ্টা করব। সব খেলাই আলাদা। আমরা শুরু থেকে এখন পর্যন্ত আক্রমণাত্মক খেলতে ও গোল করার চেষ্টা করেছি। এটা কোন সাধারণ ম্যাচ নয়। ১৮০ মিনিটের (দুই লেগ মিলিয়ে) খেলা। ফলে আপনাকে যেমন গোল করতে হবে, তেমনি গোল হজমও করা যাবে না। আমি নিশ্চিত, মঙ্গলবারের ম্যাচে আমাদের খেলার ধরন এমনই দেখবেন। বার্সিলোনা কোচ লুইস এনরিকে বলেন, ম্যাচটি সহজ হবে না। তবে আমরা ছেড়ে কথা বলব না। মালাগার বিরুদ্ধে ম্যাচের কথা ভুলে যেতে চাই। আমরা জয়ের জন্যই খেলব। বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে বলেন, মালাগার বিরুদ্ধে ম্যাচ ছিল হাতেগোনা কয়েকটি ম্যাচের একটি। যেটাতে গোল পাইনি। তবে এ অধ্যায় আমাদের ভুলে যেতে হবে। কারণ মঙ্গলবার এ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটা খেলতে হবে আমাদের।
×