ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ডাকাতির পর...

প্রকাশিত: ০৬:৫৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

ডাকাতির পর...

ডাকাতি করার পর গৃহকর্তার বাড়িতে চা খেয়ে তার গাড়িতেই লুটের মালপত্র নিয়ে চম্পট দিল ডাকাত দল। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে কলকাতার বারাকপুরে। রবিবার ভোররাতে স্থানীয় বাসিন্দা নিত্যানন্দ তিওয়ারির বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকে পাঁচ সাতজনের ডাকাতদল। আলমারি ভেঙে জিনিসপত্র নিয়ে নিত্যানন্দর স্ত্রীকে চা করতে বলে দলটি। এরপর তারা গাড়ির চাবি চায় এবং আতঙ্কে চাবি দিয়ে দেন নিত্যানন্দ। গৃহকর্তার গাড়ি করেই লুঠের মালপত্র নিয়ে চম্পট দেয় ডাকাতরা। -জি-নিউজ শতায়ু হতে চাইলে চিকিৎসা শাস্ত্রে উন্নতির সুবাদে মানুষের গড় আয়ুও এখন উর্ধমুখী। তাই বলে কাঁচা ডিম খেলে আয়ু বাড়বে, এটা কল্পনাতীত। এমনটাই দাবি ইতালির বেরবানিয়ার বাসিন্দা ১১৫ বছরের এমা মোরানোর। তিনিই এ মুহূর্তে ইতালি তথা ইউরোপের সবচেয়ে বয়জ্যেষ্ঠ ব্যক্তি এবং সারাবিশ্বে পঞ্চম। রক্তস্বল্পতার হাত থেকে বাঁচতে বয়ঃসন্ধির সময় থেকেই ডাক্তারের পরামর্শে দিনে তিনটি করে কাঁচা ডিম খাওয়া শুরু করেন এমা। এই নারীর বিশ্বাস এতেই নাকি মিলেছে আশ্চর্য ফল। এতো দীর্ঘ জীবনে মাত্র হাতে গোনা কয়েকবার অসুস্থ হয়েছেন এমা। -ওয়ান ইন্ডিয়া
×