ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কিশোরগঞ্জে ২০ ভাষাসৈনিককে সংবর্ধনা

প্রকাশিত: ০৪:৪১, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

কিশোরগঞ্জে ২০ ভাষাসৈনিককে  সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২২ ফেব্রুয়ারি ॥ বায়ান্নের ভাষা আন্দোলনে বিশেষ অবদান রাখায় জেলার ১৬ জন প্রয়াত ও জীবিত ৪ জন ভাষাসৈনিককে সংবর্ধনা দেয়া হয়েছে। প্রয়াত ভাষাসৈনিকদের মধ্যে অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম, সাবেক রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান, সাবেক সাংসদ আশরাফুদ্দীন আহমদ, সাবেক সাংসদ একেএম শামছুল হক গোলাপ মিয়া, আবু তাহের খান পাঠান, কাজী আব্দুল বারী, আনিছুর রহমান, মহিউদ্দিন গোলাম মওলা, আমিনুল হক, কাজী ইছাহাক, এ্যাডভোকেট আব্দুল মতিন, ইনসাব উদ্দিন আহমেদ, সৈয়দ বদরুদ্দিন হোসাইন, সৈয়দ কমরুদ্দিন হোসাইন ও মহিউদ্দিন আহমেদ। জীবিত ভাষাসৈনিক হলেন-ডাঃ মাজহারুল হক, অধ্যক্ষ আ.ফ.ম শামছুল হুদা, মিছিরউদ্দীন আহমেদ ও আবু সিদ্দিক। শনিবার রাতে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে এ সংবর্ধনা দেয়া হয়। এতে বক্তৃতা করেন জেলা পরিষদের প্রশাসক মোঃ জিল্লুর রহমান, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম.এ আফজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি শাহ আজিজুল হক, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি ভুপেন্দ্র ভৌমিক দোলন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদ উল্লাহ, জেলা যুব কমান্ডের আহ্বায়ক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু প্রমুখ।
×