ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চুয়াডাঙ্গা ও ভোলায় কৃষি প্রযুক্তি মেলা

প্রকাশিত: ০৪:৩৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

চুয়াডাঙ্গা ও ভোলায় কৃষি প্রযুক্তি মেলা

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২২ ফেব্রুয়ারি ॥ মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১২টায় স্থানীয় শিল্পকলা একাডেমি চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন। এর আগে বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। পরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক নির্মল কুমার দের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন কৃষিবিদ আবদুল মালেক, আবদুল লতিফ, সুফি রফিকুজ্জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কহিনুর ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিক সাইফ মাহাবুব ও জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন। মেলায় জেলার মানচিত্রসহ কৃষি ও কৃষি উপকরণের ১৭টি স্টল রয়েছে। নিজস্ব সংবাদদাতা ভোলা থেকে জানান, ভোলায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। রবিবার দুপুরে ভোলা ওবায়দুল হক মহাবিদ্যালয় মাঠে জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু। অতিরিক্ত জেলা প্রশাসক শুভ্রত কুমার সিকদারে সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, অধ্যক্ষ নওশেদ আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, অমিতাভ অপু প্রমুখ।
×