ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাগদাদে প্রথম নারী মেয়র

প্রকাশিত: ০৪:২০, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

বাগদাদে প্রথম  নারী মেয়র

বাগদাদের মেয়র হিসেবে প্রথমবারের মতো কোন নারীর নাম ঘোষণা করা হলো। ইরাকী সরকারের এক মুখপাত্র শনিবার এ তথ্য জানিয়েছেন। জেকরা আলওয়াশ একজন সিভিল ইঞ্জিনিয়ার। এর আগে তিনি উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইরাকের রাজধানী বাগদাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে থেকে জেকরা আলওয়াশ সরাসরি দেশের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির কাছে রিপোর্ট করবেন এবং পদাধিকার বলে মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত থাকবেন। রবিবার থেকে তার কাজ শুরু করার কথা রয়েছে। সরকারের মুখপাত্র রাফেদ জুরুরি বলেন, ‘মেয়র (সাবেক) নাইম আবোউবকে বরখাস্ত করে ড. জেকরা আলওয়াশকে মেয়র পদে নিয়োগ দিয়েছেন।’ ওই মুখপাত্র আরও বলেন, আবোউবের বরখাস্তের বিষয়টি শাস্তিমূলক নয়। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এবং বাগদাদের অধিবাসীরা তাকে অযোগ্য বলে অভিযোগ করে আসছিলেন। রাজধানী শহর বাগদাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ মেয়র। এর আগে ইরাকের এমন গুরুত্বপূর্ণ পদে কোন নারীকে দায়িত্ব দেয়া হয়নি। সূত্র : ওয়েবসাইট
×