ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমরা গেইলনির্ভর নই ॥ আন্দ্রে রাসেল

প্রকাশিত: ০৫:৫৬, ২২ ফেব্রুয়ারি ২০১৫

আমরা গেইলনির্ভর নই ॥ আন্দ্রে রাসেল

স্পোর্টস রিপোর্টার ॥ অনেক বড় চাপের ম্যাচ। তবে সে চাপটাকে দুর্দান্তভাবেই কাটিয়ে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে অঘটনের শিকার হলেও দ্বিতীয় ম্যাচে শনিবার পাকিস্তানকে ১৫০ রানে বিধ্বস্ত করেছে ক্যারিবীয়রা। আর এমন এক জয়ের নায়ক ছিলেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ব্যাটে-বলে সমানতালে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন এ অলরাউন্ডার। ব্যাট হাতে ১৩ বলে অপরাজিত ৪২ রানের পর বল হাতে নিয়েছেন ৩৩ রানে তিন উইকেট। ম্যাচসেরা হওয়ার আনন্দটা অনেক বেড়েছে দল বিশাল জয়ে ঘুরে দাঁড়ানোয়। তাই বেশ উচ্ছ্বসিত রাসেল। এদিনও উদ্বোধনী বিধ্বংসী ব্যাটসম্যান গেইল ছিলেন ব্যর্থ। তবু বড় সংগ্রহ পেয়েছে দল অন্য ব্যাটসম্যানদের দারুণ ব্যাটিংয়ে। সে জন্য রাসেলের দাবি শুধু গেইল নির্ভর দল নয় ওয়েস্ট ইন্ডিজ, তিনি ছাড়াও দলে রান করার মতো অনেক ব্যাটসম্যানই আছে। টানা দুই ম্যাচে ব্যাট হাতে গেইল ব্যর্থ হলেও রান পেয়েছেন অন্য ব্যাটসম্যানরা। সে কারণে দুই ম্যাচেই রান তিন শ’ ছুঁয়েছে ক্যারিবীয়দের। দুই ম্যাচেই ব্যাট হাতে ঝড়োগতিতে তা-ব চালিয়েছেন রাসেল। প্রথম ম্যাচে তিনি ১৩ বলে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ২৭ রান করেছিলেন। অবশ্য বল হাতে ছিলেন নিষ্প্রভ। আর পাকিস্তানের বিরুদ্ধে আরও বিধ্বংসী ছিলেন এ অলরাউন্ডার। এদিন তিনি খেলেছেন ১৩ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪২ রানের একটি বিস্ফোরক ইনিংস। পরে বল হাতেও রাসেল বড় যন্ত্রণার কারণ হয়েছেন পাক ব্যাটসম্যানদের জন্য। নিয়েছেন ৩৩ রানে তিন উইকেট। দলও জয় পেয়েছে বড় ব্যবধানে। প্রথম ম্যাচে অঘটনের পর ক্যারিবীয়রা মানসিক যে যন্ত্রণায় ছিল তা লাঘব হয়েছে। রাসেল এ বিষয়ে বলেন, ‘প্রথম ম্যাচের পর থেকে যেন কোনকিছুই আমাদের জন্য ভাল যাচ্ছিল না। কিন্তু আমরা আজ সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছি। আমরা বিশ্বকে জানাতে চেয়েছিলাম যে আমাদের সহজে ঠেলে ফেলা সম্ভব নয়। আয়ারল্যান্ডের কাছে ওভাবে হারার পর আজকের এ জয়টা সত্যিই খুব ভাল অনুভূতি দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারে এটা তারই প্রদর্শনী। আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যই এসেছি।’ অন্যতম ব্যাটিং নির্ভরতা গেইলের ব্যাটে রান নেই অনেকদিন। এবার বিশ্বকাপে প্রথম ম্যাচে ৩৬ রানের মাঝারি একটি ইনিংস খেললেও পাকিস্তানের বিরুদ্ধে ৪ রান করেই ফিরে গেছেন। গত ১৯ ওয়ানডে ইনিংসে গেইলের ব্যাটিং গড় ১৪.৪২ এবং গত ২০ মাস সেঞ্চুরি বঞ্চিত আছেন তিনি। তবে গেইলের ব্যর্থতাও দলের ব্যাটিংয়ে তেমন ছাপ ফেলেনি। এ বিষয়ে রাসেল বলেন, ‘ক্রিস কিছুটা সমস্যায় আছেন, কিন্তু এরপরও আমরা ৩০০ রান করতে পারছি। তবে তিনি যদি রান করতে নাও পারেন বিমর্ষ থাকেন না। সবসময়ই হাসিখুশি থাকেন। তিনি রানে ফিরলে সেটা দলের মনোবল আরও বাড়িয়ে দেবে।’
×