ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেখ জামাল ধানম-ি ৭- টিম বিজেএমসি

গ্রুপ চ্যাম্পিয়ন শেখ জামাল

প্রকাশিত: ০৪:১৮, ২১ ফেব্রুয়ারি ২০১৫

গ্রুপ চ্যাম্পিয়ন শেখ জামাল

স্পোর্টস রিপোর্টার ॥ এক ম্যাচ জিতে আগেই কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত করে ফেলেছিল শেখ জামাল ধানম-ি ক্লাব। ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়নরা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ৭-০ গোলে শোচনীয় হারের স্বাদ দেয় টিম বিজেএমসিকে। হ্যাটট্রিক করেন হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন এ্যানলেসমে। এ ব্যবধানে জয় হচ্ছে চলমান আসরে সর্বোচ্চ গোলে জয়ের রেকর্ড (বৃহস্পতিবার উত্তর বারিধারাকে ৫-০ গোলে হারিয়েছিল শেখ রাসেল ক্রীড়া চক্র)। এই জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হলো জামাল, আর ফেনী সকার হলো গ্রুপ রানার্সআপ (ফেনী তাদের প্রথম ম্যাচে ৩-০ গোলে হারায় বিজেএমসি)। ২৪ ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম কোয়ার্টারে জামাল মোকাবেলা করবে ‘ডি’ গ্রুপের রানার্সআপ ব্রাদার্স ইউনিয়নের। পরের দিন ফেনী সকার দ্বিতীয় কোয়ার্টারে মোকাবেলা করবে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডানের। শেষ আটে যাওয়া আগেই নিশ্চিত করে ফেলায় জামালের কোচ মারুফুল হক দলের প্রধান ৫ খেলোয়াড় না খেলিয়ে বিশ্রামে রাখেন। তারপরও জামালের ‘রিজার্ভ বেঞ্চ’-এর কাছেই ধরাশায়ী হয় বিজেএমসি। ২৩ মিনিটে ডানপ্রান্ত থেকে ২৯ বছর বয়সী হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল সেইন্ট-প্রিউক্সের (হাইতি জাতীয় দলে ৩৬ ম্যাচ খেলে করেছেন ৬ গোল) গড়ানো ক্রসে ডান পায়ের তীব্র শটে গোল করেন তার স্বদেশী ওয়েডসন (১-০)। ৩০ মিনিটে লিওনেলের পাস থেকে আলত টোকায় গোল করেন সোহেল রানা (২-০)। ৪৬ মিনিটে ওয়েডসনের ফ্রি কিকে কৌনিক শটে গোল করেন ডিফেন্ডার কেস্ট কুমার বোস (৩-০)। ৫১ মিনিটে মোনায়েম খান রাজুর পাস থেকে বল পেয়ে দু’জনকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন ওয়েডসন (৪-০)। ৫৮ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ওয়েডসন (৫-০)। ৭১ মিনিটে বল নিয়ে বিজেএমসির বক্সে ঢুকে গোল করেন লিওনেল (৬-০)। ইনজুরি সময়ে রুবেল মিয়া গোল করে বিজেএমসির পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন (৭-০)।
×