ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদারীপুরে শত বছরের স্কুলে নেই শহীদ মিনার

প্রকাশিত: ০৩:৫৭, ২১ ফেব্রুয়ারি ২০১৫

মাদারীপুরে শত বছরের স্কুলে নেই শহীদ মিনার

নিজস্ব সংবাদদাতা,মাদারীপুর, ২০ ফেব্রুয়ারি ॥ মাদারীপুরের শত বছরের সরকারী ডনোভান বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬৩ বছরেও গড়ে ওঠেনি শহীদ মিনার। স্কুলে শহীদ মিনার না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকার কারণে দেড় সহস্রাধিক শিক্ষার্থীকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রায় দুই কিলোমিটার পথ হেঁটে যেতে হয় সরকারী নাজিম উদ্দিন কলেজ শহীদ মিনার অথবা লেকেরপাড় প্রশাসনিক শহীদ মিনারে। জানা গেছে, মাদারীপুরের তৎকালীন এসডিও মি. ডনোভান ১৯১৪ সালে নারী শিক্ষা বিস্তারের লক্ষ্যে মাদারীপুরে তার নামানুসারে মাদারীপুর ডনোভান বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৯৬৮ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। ১৯৫২ সালে শহীদ ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্নস্থানে শহীদ মিনার নির্মিত হলেও ঐতিহ্যবাহী সরকারী ডনোভান বালিকা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ ৬৩ বছরেও কোন শহীদ মিনার নির্মাণ করা হয়নি। এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রব সেরনিয়াবাত বলেন, বিদ্যালয়ে শহীদ মিনার খুব জরুরী। আমরা শহীদ মিনার নির্মাণের জন্য মাদারীপুর শিক্ষা প্রকৌশল অধিদফতরকে একাধিকবার চিঠি দিয়েছি এবং স্থান নির্ধারণ করে দিয়েছি। কিন্তু আজ পর্যন্ত শহীদ মিনার নির্মাণে কোন পদক্ষেপ নেয়নি।
×