ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে ৫০ ভাগ কোম্পানির দর কমল

প্রকাশিত: ০৪:১৩, ২০ ফেব্রুয়ারি ২০১৫

পুঁজিবাজারে ৫০ ভাগ কোম্পানির দর কমল

অর্থনৈতিক রিপোর্টার ॥ দুই দিন সূচকের উর্ধগতি শেষে দেশের পুঁজিবাজারে দরপতনের ঘটনা ঘটেছে। দেশের প্রধান পুজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার প্রায় ৫০ ভাগ কোম্পানির দর কমার কারণে সূচক কমেছে ১৪ পয়েন্ট। তবে সূচকের কিছুটা পতন হলেও ডিএসইতে ২৬৬ কোটি ৮৫ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৭ কোটি ৪৯ লাখ ৪৩ হাজার টাকা বেশি। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ২৫৯ কোটি ৩৫ লাখ ৬১ হাজার টাকার শেয়ার। এদিকে ঢাকার মতো দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জেও সূচকের মিশ্রাবস্থা দিয়ে লেনদেন শেষ হয়েছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে শুরুতে বেশিরভাগ কোম্পানির দর বাড়ার কারণে সূচকের সামান্য উর্ধগতি দিয়ে লেনদেন শুরু হয়। কিন্তু মাত্র পাঁচ মিনিটের মধ্যে সূচকের তীর নিচের দিকে নামতে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচকটি বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৮৮ পয়েন্টে। একই ভাবে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১২৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৭৭ পয়েন্টে। বুধবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩০৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির শেয়ার দর। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- গ্রামীণফোন, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, আইডিএলসি ফিন্যান্স লিমিটেড, আমরা টেকনোলজিস, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, অগ্নি সিস্টেমস এবং ইফাদ অটোস। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ আইসিবি প্রথম এনআরবি, লঙ্কাবাংলা ফাইনান্স, প্রিমিয়ার ইন্স্যুরেন্স, ফ্যামিলি টেক্স, গ্লাক্সোমিথক্লাইন, গ্রীন ডেল্টা, বঙ্গজ, রেনেটা, রেনউইক যজ্ঞেশ্বর ও বার্জার পেইন্টস। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ এক্সিম প্রথম মিউচুয়াল ফান্ড, ইমাম বাটন, আইএলএফএল, মেঘনা পেট, মেঘনা কনডেন্সড মিল্ক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সিএ্যান্ডএ টেক্সটাইল, প্রথম আইসিবি, আইসিবি এএমএিল দ্বিতীয় ও সাফকো স্পিনিং। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসইতে ১৮ কোটি ১২ লাখ ৫১ হাজার ৬২৯ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এরমধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১২৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।
×