ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিলামে মোদির সেই বিতর্কিত স্যুট

প্রকাশিত: ০৬:৩৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

নিলামে মোদির সেই বিতর্কিত স্যুট

নিলামে উঠেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেই বিতর্কিত ‘দশ লাখি’ স্যুট। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফরের সময় নিজের নামখচিত এই স্যুটটি পরেছিলেন মোদি। এ নিয়ে বির্তকও কম হয়নি। গুজরাটের সুরাটে তিন দিনব্যাপী চলা এই নিলামে ৪৫০টি উপহারের সঙ্গে তোলা হয়েছে এই বিতর্কিত স্যুটটি। নিলামের প্রথম দিন বুধবার সুরেশ আগরওয়াল নামে এক ব্যবসায়ী এর দাম হেঁকেছেন এক কোটি ২১ লাখ রুপী। নিলাম চলবে শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত। নিলামের পুরো অর্থই দেয়া হবে স্বচ্ছ ভারত অভিযানে। তবে এই নিলাম নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস বলেছে, এটা আসলে মোদির ড্যামেজ কন্ট্রোল পাবলিক রিলেশন। গঙ্গা দূষণ রোধের সঙ্গে এর কোন সম্পর্ক নেই। অন্যদিকে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহর টুইট, যে স্যুট কোনদিন পরতে পারবেন না, কেন এমন স্যুট কিনবেন? তার চেয়ে অর্থ দিন চ্যারিটিতে। খবর জি নিউজের।
×