ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সায়মন-অহনার ‘চোখের দেখা’

প্রকাশিত: ০৬:৩৭, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

সায়মন-অহনার ‘চোখের দেখা’

স্টাফ রিপোর্টার ॥ আলম রকিব পরিচালিত ‘চাকরের প্রেম’ চলচ্চিত্রে প্রয়াত নায়ক মান্নার বিপরীতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে অহনার যাত্রা শুরু হয়েছিল। এই চলচ্চিত্রে ‘আবার যদি হয় পৃথিবীতে আসতে, বিধাতা আমায় যদি বলে ভালবাসতে, শুধু জানি তুমি ছাড়া পারবোনা বাঁচতে’ এই গানে মান্নার সঙ্গে অভিনয়ও করেছিলেন অহনা। মান্নার মৃত্যুর পর তাঁর স্থলাভিষিক্ত হন আমিন খান। অহনা মান্না ও আমিন খানের বিপরীতে ‘চাকরের প্রেম’ এ অভিনয়ের পর এফআই মানিকের ‘দুই পৃথিবী’ চলচ্চিত্রে শাকিবের সঙ্গে অভিনয় করেন। এখন তিনি তৃতীয় চলচ্চিত্রের শূটিং করছেন। নাম ‘চোখের দেখা’। চলচ্চিত্রের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করছেন পিএ কাজল। এরইমধ্যে মানিকগঞ্জে চলচ্চিত্রটির প্রথম লটের শূটিং শেষ হয়েছে। চলচ্চিত্রে অহনার সঙ্গে এবারই প্রথম জুটিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক সায়মন সাদিক। এতে সায়মন অভিনয় করছেন সাদমান চরিত্রে এবং অহনা অভিনয় করছেন রোজ চরিত্রে। চলচ্চিত্রটিতে অভিনয় প্রসঙ্গে সায়মন বলেন, চলচ্চিত্রটির গল্পে দর্শক ব্যতিক্রম কিছু পাবে। আমার অন্যান্য চলচ্চিত্রের চেয়ে এতে অনেক মনোযোগ দিয়ে অভিনয় করতে হচ্ছে। কারণ এতে আমি খেলাপাগল এক ছেলের চরিত্রে অভিনয় করছি। যে কিনা চোখ বন্ধ রেখে অনুভূতি দিয়ে খেলা খেলে। অহনা বলেন, ‘চোখের দেখা’ চলচ্চিত্রের গল্পই মূলত আমাকে মুগ্ধ করেছে। পাশাপাশি পুরো ইউনিটের আন্তরিকতাতেও আমি মুগ্ধ। সায়মন এবং পরিচালক পিএ কাজল স্যার যথেষ্ট সহযোগিতা করছেন আমাকে। আমার বিশ্বাস দর্শকের মনের মতো একটি চলচ্চিত্র হবে ‘চোখের দেখা।’ চলচ্চিত্রের দ্বিতীয় লটের শূটিং শুরু হবে আসছে মার্চের প্রথম সপ্তাহে। এদিকে এই চলচ্চিত্রে আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শামস সুমন ও শতাব্দী ওয়াদুদ। সায়মন সাদিক এরইমধ্যে শেষ করেছেন সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ চলচ্চিত্রের কাজ। বর্তমানে এ চলচ্চিত্রের ডাবিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। এই চলচ্চিত্রে তার বিপরীতে আছেন কেয়া ও মৌসুমী হামিদ। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে এজে রানার ‘তোমার জন্য মন কাঁদে’, ‘অজান্তে ভালবাসা’ এবং মোস্তাফিজুর রহমান মানিকের ‘ইটিস পিটিস প্রেম’। এদিকে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি অহনা অভিনয় করছেন জাহিদ হাসানের ‘উড়ামন’, মীর সাব্বিরের ‘নোয়াশাল’, মৌসুমীর ‘জয়িতা’, সঞ্জিত সরকারের ‘মামার বাড়ির আবদার’ শীর্ষক ধারাবাহিক নাটকে।
×