ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উইলিয়ামসনের প্রশংসায় ম্যাককুলাম

প্রকাশিত: ০৬:৩২, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

উইলিয়ামসনের প্রশংসায় ম্যাককুলাম

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র ২৪ বছর বয়স। এই সময়েই দলের সেরা ক্রিকেটার হিসেবে স্বীকৃতি পেলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। শুধু তাই নয়, কেন উইলিয়ামসন এক সময় দেশের সেরা ক্রিকেটার হবে বলে মন্তব্য করেছেন নিউজিল্যান্ডের বর্তমান অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম। তবে তাকে কোন দায়িত্ব দিতে চান না তিনি। বরং কিউই অধিনায়ক চান চাপ না নিয়ে কেন উইলিয়ামসন তার নিজের খেলাটা খেলুক। এ বিষয়ে সোমবার এক সাক্ষাতকারে ম্যাককুলাম বলেন, ‘কার্যত কেন উইলিয়ামসন একজন প্রতিভাবান ক্রিকেটার। আমি বিশ্বাস করি সে এক সময় দেশের সেরা ক্রিকেটার হবে এমনকি ইতিহাসেরও সেরা ক্রিকেটার হতে পারে সে। তাই আমি তার ওপর অতিরিক্ত কোন চাপ দিতে চাই না। এই মুহূর্তে সে অবিশ্বাস্য এবং স্বাভাবিকভাবেই তার নিজের সেরাটা খেলছে। যে কারণে আমরাও চাই তার এই স্বাভাবিক খেলাটাই সে চালিয়ে যাক। কেন উইলিয়ামসন এমন একজন ক্রিকেটার যে সবসময়ই নিজের উন্নতি চায় এবং শিখতে চায়।’ ২০১০ সালে অভিষেক ঘটে কেন উইলিয়ামসনের। এরপর থেকে নিয়মিত পারফর্মেন্স উপহার দিয়ে যাচ্ছেন তিনি। গত জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে অপরাজিত ২৪২ রানের ইনিংসটিও মুগ্ধ করে ম্যাককুলামকে। ব্ল্যাক ক্যাপসদের জার্সিতে ৩৯ টেস্ট খেলে ৪৫ গড়ে ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এক দিনের ক্রিকেটেও তাঁর পারফর্মেন্স প্রশংসনীয়। ৬৬টি একদিনের ম্যাচে ৪৬ গড়ে রেকর্ড ২,৫০৯ রান করেন তিনি। যার মধ্যে রয়েছে অপরাজিত ১৪৫ রানের ঝলমলে একটি ইনিংসও। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও কেন উইলিয়ামসন খেলেছেন সর্বোচ্চটা দিয়ে। উদ্বোধনী দিনে তার ব্যাট থেকে নিউজিল্যান্ড পায় ৫৭ রানের চমৎকার এক ইনিংস।
×