ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তৃণমূল-বিজেপির গোপন বোঝাপড়া রয়েছে ॥ দাবি সিপিএমের

প্রকাশিত: ০৬:১৮, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

তৃণমূল-বিজেপির গোপন বোঝাপড়া রয়েছে ॥ দাবি সিপিএমের

তৃণমূল, কংগ্রেস ও বিজেপি বাইরে পরস্পরের বিরোধিতা করলেও আড়ালে বোঝাপড়া করে নিয়েছে। তাই তাদের বিরোধ ‘লোকদেখানো’ ও ‘গট-আপ’। ভারতের পশ্চিমবঙ্গের সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু রবিবার হাওড়ার শ্যামপুর ও হলদিয়ার সুতাহাটায় দুটি জনসভায় এ কথা বলেছেন। খবর ওয়ান ইন্ডিয়া অনলাইনের। বিমান বলেন, তৃণমূল ও বিজেপি এমন ভাব দেখায় যেন কেউ কারও মুখ দেখে না। এটা আসলে ভাঁওতা। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এ রাজ্যের সরকার বাস্তবায়িত করছে। বিজেপিকে এ রাজ্যে হাত ধরে তৃণমূলই ডেকে এনেছে। তৃণমূল-বিজেপি গোপন বোঝাপড়া রয়েছে দাবি করে রাজ্য সম্পাদক আরও বলেছেন, কেন্দ্রে বিজেপির সরকার চলছে। বিজেপির বাবা জনসঙ্ঘ। জনসঙ্ঘের বাবা হিন্দু মহাসভা। দেশের স্বাধীনতা সংগ্রামে এই সংগঠনগুলোর একজনও প্রাণ দেয়নি।
×