ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেয়ার্নের গোলবন্যা হামবার্গের জালে

প্রকাশিত: ০৫:৪৯, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

বেয়ার্নের গোলবন্যা হামবার্গের জালে

স্পোর্টস রিপোর্টার ॥ জার্মান বুন্দেসলিগায় হামবার্গের জালে গোলবন্যা করে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের আগে নিজেদের ঝালাই করে নিয়েছে বেয়ার্ন মিউনিখ। শনিবার নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে আসরের বর্তমান শিরোপাধারীরা ৮-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত অতিথি হামবার্গকে। এ্যালিয়েঞ্জ এ্যারানায় বেয়ার্নের হয়ে জোড়া গোল করেন তিনজন। এর মধ্যে দু’জনই বিশ্বজয়ী জার্মানির। টমাস মুলার ও মারিও গোয়েটজের পাশাপাশি দুই গোল করেন ডাচ্ তারকা আরিয়েন রোবেন। বাকি দুই গোল করেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কি ও ফরাসী তারকা ফ্রাঙ্ক রিবেরি। এই জয়ে বর্তমান চ্যাম্পিয়ন বেয়ার্ন পয়েন্ট তালিকায় নিজেদের শীর্ষস্থান আরও পাকাপোক্ত করল। বাভারিয়ানদের ভা-ারে জমা ২১ ম্যাচে সর্বোচ্চ ৫২ পয়েন্ট। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে হামবার্গ। এ্যালিয়েঞ্জ এ্যারানায় শুরু থেকেই হামবার্গের দুর্গে চড়াও হয়ে খেলতে থাকে পেপ গার্ডিওলার দল। ২১ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পট কিক থেকে গোল করে বেয়ার্নকে এগিয়ে নেন মুলার। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে জয়সূচক গোল করা গোয়েটজে। ৩৬ মিনিটে বেয়ার্নকে ৩-০ গোলে এগিয়ে নেন রোবেন। তিন গোলের অগ্রগামিতা নিয়ে বিরতিতে যায় আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ে বেয়ার্নের। দশ মিনিটের মধ্যে আরও তিন গোল আদায় করে স্বাগতিকরা। বিরতি থেকে ফিরেই ৪৭ মিনিটে দলের চার নম্বর ও নিজের দ্বিতীয় গোল করেন ডাচম্যান রোবেন। ৫৫ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন মুলারও।
×