ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সমালোচনায় কান দিচ্ছেন না মরগান

প্রকাশিত: ০৫:৪৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

সমালোচনায় কান দিচ্ছেন না মরগান

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই লজ্জাজনকভাবে হেরেছে ইংল্যান্ড। শনিবার স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল তারা। আর অসিদের বিপক্ষে ম্যাচে কোন রান না করেই সাজঘরে ফিরে যান ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। শেষে দলও পায় ১১১ রানের বড় লজ্জা। প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হারের পর চারদিক থেকেই সমালোচনার তীর আসছে ইংলিশ ক্রিকেটারদের ওপর। বিশেষ করে অধিনায়ক মরগানের দিকেই ক্ষোভটা বেশি। ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি জিওফ বয়কট তো সরাসরিই মরগানের সমালোচনা করেছেন। তিনি বলেন, বিশ্বের সেরা সেরা বোলারদের সামনে ইংলিশদের একদিনের অধিনায়ক হিসেবে ইয়ন মরগান বেমানান। তবে এসব সমালোচনায় কান দিচ্ছেন না ইয়ন মরগান। প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর তিনি বলেন, ‘সেই ডিসিমিসালের পর প্রকৃতপক্ষে আমি ততটা ভাবিনি। তবে সবচেয়ে গুরত্বপূর্ণ বিষয় হলো এই যে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা যে ভুলগুলো করেছি। এ পর্যায়ে এসে তা করা ঠিক হয়নি। ম্যাচের শুরতেই আমরা দুটি সুযোগ পেয়েছি। কিন্তু সেগুলোকে কাজে লাগাতে পারিনি। যা সত্যিই হতাশার।’ এ সময় তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়া ভাল খেলেছে সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু আমাদের সামনেও সুযোগ ছিল। যেগুলো কাজে লাগাতে পারলে ফলাফলে ভিন্নতা আসতে পারত। আমাদের পরিকল্পনা (ডেথ ওভারে) কাজে লেগেছে কিন্তু শেষের দিকে পারফর্মেন্স একেবারেই বাজে ছিল।’ আগামী শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে ইংল্যান্ড।
×