ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত হওয়ার প্রতিবাদ

হরতাল-অবরোধবিরোধী মিছিল মানববন্ধন

প্রকাশিত: ০৪:০৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

হরতাল-অবরোধবিরোধী মিছিল মানববন্ধন

জনকণ্ঠ ডেস্ক ॥ সারাদেশে বিএনপি-জামায়াতের হরতাল অবরোধের নামে মানুষ পোড়ানো, যানবাহনে পেট্রোলবোমা নিক্ষেপের প্রতিবাদ এবং এসএসসি পরীক্ষা চলাকালীন হরতাল-অবরোধ কর্মসূচী প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ ও মানববন্ধন হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। খুলনা ॥ মানববন্ধন করেছে ছাত্রলীগ। মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন সুজনের পরিচালনায় নগরীর পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন নগর ছাত্রলীগের সভাপতি দেবদুলাল বাড়ৈ বাপ্পী। এদিকে মানুষ পুড়িয়ে মারাসহ হরতাল-অবরোধ ও সহিংসতার প্রতিবাদে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। বরিশাল ॥ সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র গৌরনদী উপজেলা ও পৌর কমিটির উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। সুজনের উপজেলা সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, ওসি মোঃ সাজ্জাদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ আহসান উল্লাহ, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া প্রমুখ। মুন্সীগঞ্জ ॥ শহরের আদালতপাড়া সড়কে মানববন্ধন করেছে জেলা শ্রমিকলীগ। এতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। জেলা শ্রমিকলীগের সভাপতি এটিএম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিস-উজ-জামান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ কাদের মোল্লা, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু প্রমুখ। সিরাজগঞ্জ ॥ শহর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে রবিবার সিরাজগঞ্জে হরতালবিরোধী মিছিল ও সমাবেশ হয়েছে। শহরের রহমতগঞ্জ কাঠেরপুল ও বড়বাজার এলাকায় পৃথক মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ ইসহাক আলী, দানিউল হক, এ্যাডভোকেট আব্দুল হাকিম, আহসান হাবিব খোকা প্রমুখ। এছাড়া বেলকুচি উপজেলা আওয়ামী লীগ অফিস চত্বরে হরতালবিরোধী সমাবেশে একেএম ইউসুফজী খান, ফজলুল হক সরকার, মোহাম্মদ আলী আকন্দ, আব্দুল মালেক তালুকদার, আব্দুল হান্নান, ইউসুফ আলী শেখ প্রমুখ বক্তব্য রাখেন। কিশোরগঞ্জ ॥ সড়ক পরিবহন শ্রমিক লীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। দুপুর ১২টায় শহরের একরামপুর মোড়ে সংগঠনের সভাপতি দ্বীন ইসলাম শেখের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য দিলারা বেগম আছমা, জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইব্রাহীম খলিল, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ সেলিম কবীর, নারীনেত্রী বিলকিস বেগম, জাতীয় যুব পরিষদের সভাপতি আব্দুল জলিল, জেলা যুবলীগ নেতা ইবনে আব্দুল্লাহ শাহজাহান প্রমুখ। কুড়িগ্রাম ॥ হরতাল-অবরোধবিরোধী মিছিল করেছে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। রবিবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া মানববন্ধন ও সমাবেশ করেছে যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগ। কুড়িগ্রাম শহীদ মিনার চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগের সভাপতি খুরশিদ জাহান লিলি, তাহমিনা বেগম মিনা, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম ম-ল, সাধারণ সম্পাদক সাবেক এমপি মোঃ জাফর আলী, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, সাঈদ হাসান লোবান, মিনহাজুল ইসলাম আইয়ুব, ওয়াহেদুন্নবী সাগর প্রমুখ। পঞ্চগড় ॥ সহিংস ঘটনা বন্ধসহ হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে রবিবার দুপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পঞ্চগড় সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। শহরের শেরেবাংলা পার্কসংলগ্ন পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সদর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ ছাড়াও মুক্তিযোদ্ধাদের সন্তান ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদত সম্রাট, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল, সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, রবি মাহমুদ, আমিরুল ইসলাম বক্তব্য রাখেন। ভালুকা ॥ ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রদিবাদ মিছিল বের হয়। মিছিল শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ এম আমান উল্লাহ এমপি।
×