ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এফবিসিসিআই-ডিসিসিআইয়ের উদ্বেগ

প্রকাশিত: ০৩:৫৬, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

এফবিসিসিআই-ডিসিসিআইয়ের উদ্বেগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিজিএমইএ ভবনের সামনে শনিবার প্রতীকী অনশন কর্মসূচী পালনকালে ককটেল হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। একই সঙ্গে নিন্দা জানিয়েছে ব্যবসায়ীদের আরেক সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)। ঘটনার পাঁচ ঘণ্টা পরে পাঠানো এফবিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়, হরতাল ও অবরোধের মতো ধ্বংসাত্মক কর্মসূচী দেশের অর্থনীতিকে চরম বিপর্যয় এবং অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গার্মেন্টস শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ যৌথ উদ্যোগে শান্তিপূর্ণ অনশন কর্মসূচী পালনকালে সেখানে ককটেল হামলার ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। বিবৃতিতে জানানো হয়, ওই প্রতীকী অনশন কর্মসূচীতে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ। তিনি পোশাকশিল্প মালিকদের এ দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।
×