ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ত্বকের ক্ষত সারাতে তেলাপিয়া

প্রকাশিত: ০৪:২৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

ত্বকের ক্ষত সারাতে তেলাপিয়া

তেলাপিয়া মাছে থাকা এক ধরনের প্রোটিন ত্বকের ক্ষত সারিয়ে তুলতে পারে। চীনের সাংহাইয়ের ডংঘুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক সিউমেই মো বলেন, প্রাণীদেহ কাঠামোর অন্যতম প্রোটিন কোলাজেন ব্যবহার করে ত্বকের জখম খুব দ্রুতই সারানো যায়। কিন্তু গরু কিংবা শূকরের দেহ থেকে আসা প্রোটিন দিয়ে ব্যান্ডেজ করা হলে খুরা রোগের মতো রোগ সংক্রমণ ঘটার আশঙ্কা রয়েছে। কোলাজেনের বিকল্প সন্ধান করতে গিয়ে গবেষকরা তেলাপিয়ার কোলাজেনের ন্যানোফাইবার উদ্ভাবন করেন এবং ইঁদুরের ত্বকের ক্ষত সারাতে তা ব্যবহার করেন। মাছের কোলাজেনে ইমিউন সিস্টেমে কোন প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। - ওয়েবসাইট
×