ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

প্রকাশিত: ০৪:২৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

প্রথম বিদেশ সফরে  ভারত যাচ্ছেন  শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা তার প্রথম বিদেশ সফরে রবিবার ভারত যাচ্ছেন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপ দেশটিতে চীনের প্রভাবের ফলে ভারতের সঙ্গে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে কলম্বো পুনরায় নয়াদিল্লীর সঙ্গে সম্পর্ক ঢেলে সাজাতে চাইছে। খবর এএফপির। সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের এক দশকের ক্ষমতার অবসান ঘটিয়ে গত মাসে ক্ষমতায় আসেন সিরিসেনা। বেজিংয়ের সঙ্গে রাজাপাকসের ঘনিষ্ঠতায় প্রচ- উদ্বিগ্ন ছিল দিল্লী। কলম্বোয় নয়া সরকার আসায় স্বস্তিতে দিল্লী। ক্ষমতায় আসার পরই সিরিসেনা জানিয়েছিলেন, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দেবেন তিনি। সে হিসেবেই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ভারতে আসছেন তিনি।
×