ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দিল্লীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কেজরিওয়াল

প্রকাশিত: ০৪:২৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

দিল্লীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কেজরিওয়াল

ভারতের দিল্লী বিধানসভা নির্বাচনে নজিরবিহীন সাফল্যের পর মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার রামলীলা ময়দানে শপথ নিয়েছেন আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তার সঙ্গে শপথ নিয়েছেন আরও ছয় মন্ত্রী। তিনি দিল্লীর সপ্তম মুখ্যমন্ত্রী। পদত্যাগের ঠিক এক বছরের মাথায় আবার দিল্লীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কেজরিওয়াল। দ্বিতীয়বারের মতো রামলীলার খোলা ময়দানে শপথ নেন এএপি প্রধান। ২০১৩ সালে প্রথমবার একই স্থানে শপথ নিয়েছিলেন তিনি। তার শপথগ্রহণ অনুষ্ঠানে প্রায় এক লাখ দর্শক উপস্থিত ছিল বলে দাবি এএপির। দিল্লীর মানুষকে শুভেচ্ছা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ করেন কেজরিওয়াল। তিনি বলেন, ঠিক এক বছর আগে এই দিনে আমি পদত্যাগ করেছিলাম। আজ আবার এএপি সরকার গঠন করছে। আমি জানতাম না দিল্লীর মানুষ আমাকে এত ভালবাসে যে ৬৭টি আসনে জিতব। এটা ভগবানের বার্তা। ভগবান আমাদের বড় কিছু করে দেখানোর জন্য পাঠিয়েছেন। তিনি আরও বলেন, আজ আমি একা মুখ্যমন্ত্রী পদে শপথ নেইনি। আজ দিল্লীর প্রতিটা মানুষ শপথ নিয়েছেন। ঘুষ খাওয়া বন্ধ হবে আগামী পাঁচ বছরে। কিরণ বেদীকে আমি সম্মান করি। তার পরামর্শ মেনেই কাজ করব। আমরা দলবাজি করতে চাই না। যে দলে ভাল লোক থাকবে, সবাই মিলে কাজ করব। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় নগর উন্নয়নমন্ত্রী ভেঙ্কাইয়া নাইডুকে আমন্ত্রণ জানানো হলেও তারা কেউই ‘অন্য কাজ থাকায়’ হাজির হননি। খবর টাইমস অব ইন্ডিয়া ও জি নিউজের।
×