ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হরতালে সিলেটে ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে

প্রকাশিত: ০৪:০৩, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

হরতালে সিলেটে ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শনিবার দুপুরে নগরীর একটি শপিংমলে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে, চলমান হরতাল-অবরোধে সিলেটে ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে। সাংবাদিক সম্মেলনে সংগঠনের সদস্য সচিব নাজমুল হক বলেন, ‘আমরা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছি। দেশের চলমান পরিস্থিতিতে বড় বড় ব্যবসায়ীরা তাদের শত কোটি টাকার ঋণের সুদ মওকুফের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছেন। অথচ আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা কেউ ভাবছে না। আমরা আমাদের ঋণের সুদ মওকুফের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।’ তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিবিদরা আধ্যাত্মিক নগরী সিলেট থেকেই তাদের বিভিন্ন কর্মকা-ের শুভ সূচনা করেন। আমরাও আধ্যাত্মিক নগরীর মানুষ হিসেবে দেশের প্রধান দুই নেত্রীর কাছে আবেদন জানাচ্ছি, দেশের মানুষের কথা চিন্তা করে সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করুন।’ এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের আহ্বায়ক চন্দন সাহা, যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন, আব্দুর রকিব সিকদার, আলাউদ্দিন আলো, আক্তার আহমদ সোহেল, যুগ্ম সচিব আব্দুর রহমান রিপন।
×