ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চ্যানেলে চ্যানেলে ভালবাসা দিবস

প্রকাশিত: ০৬:১৯, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

চ্যানেলে চ্যানেলে ভালবাসা দিবস

সংস্কৃতি ডেস্ক ॥ বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে দেশের টেলিভিশন চ্যানেলগুলো আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। এর মধ্যে রয়েছে বিশেষ নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র, বিশেষ আলোচনা অনুষ্ঠান ও সঙ্গীতানুষ্ঠান। ছোট পর্দার দর্শকরা এ অনুষ্ঠানগুলো উপভোগ করতে পারবেন। দেশের টিভি চ্যানেলগুলোর বিভিন্ন অনুষ্ঠান নিয়ে এই প্রতিবেদন। বাংলাভিশনে আজ রাত ৮-৪৫ মিনিটে প্রচার হবে নাটক ‘প্রতীক্ষা’। নাটকে অভিনয় করেছেন নাঈম ও নুসরাত ইমরোজ তিশা। হৃদিতা ইসলামের গল্প অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। রাত ৮-৪৫ মিনিটে প্রচার হবে নাটক ‘চিনিগুঁড়া প্রেম’। রিয়াজুল আলম শাওনের গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছেন গোলাম কিবরিয়া ফারুকী। এ নাটকে অভিনয় করেছেন তাহসান, জেনি প্রমুখ। রাত ৮-৪৫ মিনিটে প্রচার হবে নাটক ‘আমি আকাশ পাঠাবো’। নাটকে অভিনয় করেছেন জন কবির ও অপর্ণা। মেহরীন কবিরের গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছেন শাফায়েত মনসুর রানা। এনটিভিতে আজ সকাল ৮-৪৫ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র ‘তারকাঁটা’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, মৌসুমী, আহমেদ শরীফ, ফারুক আহমেদ, ডা: এজাজ প্রমুখ। রাত ৯টায় প্রচার হবে নাটক ‘বৃষ্টি ভেজা ভালবাসা’। নাটকে অভিনয় করেছেন তিশা ও আফরান নিশো। এটি লিখেছেন সাগর জাহান। পরিচালনা করেছেন রতন রিপন। রাত সাড়ে ১১টায় প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান ‘আজ শুধু ভালবাসার দিন’। অনুষ্ঠানে একসঙ্গে সঙ্গীত পরিবেশন করবেন ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার। দেশ টিভিতে আজ রাত ৭টা ৪৫ মিনিটে ‘ভালবাসার সুরে’ অনুষ্ঠানে সরাসরি গান গেয়ে শোনাবেন তারা। উপস্থাপনায় সিঁথি সাহা। বেলা ২-৩০ মিনিটে প্রচার হবে সাফিউদ্দিন সাফি পরিচালিত চলচ্চিত্র ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’। এতে অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, আরিফিন শুভ, রাজ্জাক, আনোয়ারা, মিমো, সাজু খাদেম প্রমুখ। চ্যানেল নাইনে আজ রাত ৮টায় প্রচার হবে নাটক ‘আনতারা’। লিখেছেন ইফফাত আরেফিন মাহমুদ তন্বী। পরিচালনা করেছেন ফাহমিদা ইরফান। এতে অভিনয় করেছেন তারিন, ইন্তেখাব দিনার, নাঈম প্রমুখ। এশিয়ান টিভিতে আজ রাত ৮টায় প্রচার হবে নাটক ‘ভালবাসা আনলিমিটেড’। নাটকটি লিখেছেন মাহবুব বাপ্পি, পরিচালনা করেছেন ইভান রেহান। নাটকে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম, ফারিয়া, রনি, এমিলি জান্নাত, কাজী উজ্জ্বল, শিরিন আলম প্রমুখ। সন্ধ্যা ৬টায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘টি ব্রেক’। উপস্থাপনায় জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। অনুষ্ঠানে অংশ নেবেন মডেল-অভিনেত্রী মেহজাবিন। আজ আরটিভিতে রাত ১১-২০ মিনিটে ‘ভ্যালেনটাইন নাইট উইথ তাহসান’ অনুষ্ঠানে গাইবেন তাহসান। উপস্থাপনায় শ্রাবণ্য। এটিএন বাংলায় আজ রাত ৮-৫০ মিনিটে প্রচার হবে ভালবাসা দিবসের বিশেষ ‘পাঁচফোড়ন’। এতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয়ের মাধ্যমে সঞ্চালকের ভূমিকা পালনের পাশাপাশি চিত্রনায়ক ফেরদৌস ও অভিনেত্রী তারিন অংশ নিয়েছেন একটি ভালবাসার গানের চিত্রায়নে। এ অনুষ্ঠানে আরও রয়েছেন কণ্ঠশিল্পী কনা এবং শামসের পৃথক দুটি গান। চ্যানেল আইতে আজ বেলা ১-০৫ মিনিটে প্রচার হবে স্বপন আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘লালটিপ’। সন্ধ্যা ৬-২০ মিনিটে রয়েছে ‘ভালবাসার গল্প’। অংশগ্রহণে গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক, সঙ্গীতশিল্পী কৌশিক হোসেন তাপস, রূপবিশেষজ্ঞ ফারজানা মুন্নি এবং মডেল-অভিনেত্রী জান্নাতুল পিয়া। রাজু আলীমের পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নুসরাত ফারিয়া। রাত সাড়ে ১১টায় প্রচার হবে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ ও ‘ক্ষদে গানরাজ’ প্রতিযোগিতার শিল্পীদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান ‘শুধু ভালবাসা’। উপস্থাপনা ও পরিচালনায় কোনাল। আরটিভিতে আজ রাত ৮-২০ মিনিটে প্রচার হবে নাটক ‘ফালগুনে ভালবাসা বৈশাখে প্রেম’। অভিনয়ে রিয়াজ ও জাকিয়া বারী মম। জাহেদুল আলম জাহেদ ও জুলহাস আহমেদের মূলগল্প থেকে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আলভী আহমেদ। মাছরাঙা টেলিভিশনে আজ সন্ধ্যা ৭-৪০ মিনিটে প্রচার হবে টেলিছবি ‘নীল চিরকুটে এবং তুমি’। মেহেদী হাসান জনির রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন নিশো, শায়না, টয়া, শিশির, সামিরা ও আদি। এশিয়ান টিভিতে আজ রাত ১০টায় ‘ডেকো শুধু ভালবাসা’য় রয়েছে কনা ও কিশোরের পরিবেশনা। উপস্থাপনায় লিজা। রাত ১১টায় ‘এশিয়ান মিউজিক’ অনুষ্ঠানে গাইবেন সঙ্গীত দম্পতি রফিকুল আলম ও আবিদা সুলতানা।
×