ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতে ট্রেন দুর্ঘটনা ॥ নিহত ১০

প্রকাশিত: ০৩:৪৬, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

ভারতে ট্রেন দুর্ঘটনা ॥ নিহত ১০

ভারতে ব্যাঙ্গালোর আনেকুলার কাছে শুক্রবার ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১০ জনের প্রাণহানি ও ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। রেলওয়ে কর্মকর্তারা জানান, শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে ব্যাঙ্গালোর থেকে কেরালার আরনাকুলামগামী ব্যাঙ্গালোর-আরনাকুলাম আন্তঃনগর ট্রেনটি কর্নাটক-তামিলনাড়ু সীমানার কাছাকাছি আনেকালের বেলাগোন্ডাপল্লি নামক স্থানে দুর্ঘটনার কবলে পড়ে। এতে আন্তঃনগর ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়। খবর এএফপির। ঘটনার পরপরই কর্নাটক সরকার দ্রুত ঘটনাস্থলে এ্যাম্বুলেন্স পাঠায় এবং উদ্ধার অভিযান শুরু করে। বগির নিচ থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আরও অনেকে সেখানে আটকে আছেন। সূত্র জানায়, লাইনচ্যুত বগির নিচে আটকে থাকা আহতদের উদ্ধার করা হচ্ছে এবং তাদেরকে পার্শ্ববর্তী হাসপাতালে পাঠানো হচ্ছে। রেলমন্ত্রী সুরেশ প্রভু ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি নিহতদের পরিবারকে দুই লাখ করে, মারাত্মক আহতদের ৫০ হাজার করে এবং সামান্য আহতদের ২০ হাজার করে রুপী দেয়ার ঘোষণা দিয়েছেন। রেলমন্ত্রী সুরেশ প্রভু ও রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
×