ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরের মেয়র মান্নান দুই দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৫:৪৯, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

গাজীপুরের মেয়র মান্নান দুই দিনের রিমান্ডে

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১২ ফেব্রুয়ারি ॥ গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলার মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম দু’দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন। গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা মেরে অগ্নিসংযোগের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে গ্রেফতারকৃত অধ্যাপক এমএ মান্নানকে জয়দেবপুর থানার এসআই মনির হোসেন গাজীপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। অপরদিকে তার রিমান্ডের বিরোধিতা করে জামিনের জন্য আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে ওই আদালতের বিচারক মনোয়ারা বেগম সিটি মেয়র এমএ মান্নানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর হওয়ায় বিএনপিপন্থী আইনজীবীরা আদালত প্রাঙ্গণে তাৎক্ষণিক বিক্ষোভ করেন। বুধবার সন্ধ্যার দিকে ঢাকার বারিধারার ডিওএইচএসের নিজ বাসা থেকে গাজীপুর সিটি মেয়র অধ্যাপক এমএ মান্নানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাঁকে প্রথমে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে ও পরে রাতে জয়দেবপুর থানায় নিয়ে যাওয়া হয়। বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ ও হরতালকালে গত ৪ ফেব্রুয়ারি (বুধবার) রাতে ঢাকা-জয়দেবপুর সড়কে গাজীপুর মহানগরের সার্ডিগেইট এলাকায় ঢাকাগামী বলাকা পরিবহনের একটি যাত্রবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করলে বাসে আগুন ধরে যায়। এ সময় পেট্রোলবোমার আগুনে ৮ বছরের শিশুসহ বাসের ৬ যাত্রী অগ্নিদগ্ধ এবং কয়েকজন আহত হয়। সিটি মেয়র এমএ মান্নানের বিরুদ্ধে গত ২৭ ডিসেম্বর গাজীপুরের বোর্ড বাজারে গাড়ি ভাংচুরের ঘটনায় একটি এবং ৯ নবেম্বর জেলা বিএনপি অফিসের সামনে পুলিশের কাজে বাধাদানের ঘটনায় আরও দুটি মামলা রয়েছে।
×