ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অকারণে দর বাড়ছে বেক্সিমকোর

প্রকাশিত: ০৪:১৯, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

অকারণে দর বাড়ছে বেক্সিমকোর

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের (বেক্সিমকো) শেয়ার দর বাড়ার কোন কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই)। জানা গেছে, এর শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে বুধবার সিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায়, কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দর বাড়ছে। বিশ্লেষণে দেখা গেছে, গত ছয় কার্যদিবসের মধ্যে প্রতিদিনই শেয়ারটির দর বেড়েছে। এ সময়ে এটির দর ২৮ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে ৩৬ টাকা হয়। অর্থাৎ শেয়ারের দর বেড়েছে প্রায় ৭ টাকা ৪০ পয়সা বা ২৫ দশমিক ৮৭ শতাংশ। মাইক্রোবায়োলজির সঙ্গে এএফসি এগ্রোর চুক্তি অর্থনৈতিক রিপোর্টার ॥ ওষুধ-রসায়ন খাতের কোম্পানি এএফসি এগ্রো বায়োটেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সঙ্গে একটি চুক্তি সই করবে। বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাবির কনফারেন্স রুমে এই চুক্তি সই হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এএফসি এ্যাগ্রো চুক্তি অনুযায়ী ইন্ডাস্ট্রিয়াল এনজাইমের বাণিজ্যিক উৎপাদন করবে। এই উৎপাদন থেকে বছরে যে মুনাফা হবে তার ৪ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয় পাবে। উল্লেখ্য, এএফসি এ্যাগ্রো ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির অনুমোদিত মূলধন রয়েছে ১০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন রয়েছে ৫৫ কোটি।
×