ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাড়ির পেছনে দেখতে

প্রকাশিত: ০৪:১৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

গাড়ির পেছনে দেখতে

এবার ড্রাইভিং সিটে বসে গাড়ি পার্কিং করার জন্য পেছনে তাকানোর দরকার নেই। সামনের সিটে বসেই দেখতে পাবেন পেছনের সব দৃশ্য। জার্মানির গাড়ি কোম্পানি বিএমডব্লিউ এমন এক ধরনের এক্স-রে গ্লাস আনছে যেটা পরে নিলে পেছনে না তাকিয়েই দেখতে পারবেন পেছনের সব দৃশ্য। শুধু পেছনের নয়, দেখা যাবে দুই পাশের দৃশ্যও। সংস্থাটি জানিয়েছে, গাড়িতেই থাকবে এক্সটার্নাল ক্যামেরা। যা সংযুক্ত থাকবে গাড়ি ও গ্লাসের সঙ্গে। এই ক্যামেরার সাহায্য নিয়েই গ্লাসটি কাজ করবে। - ওয়েবসাইট। এগিয়ে মেয়েরাই! ব্রিটিশরা প্রেম নিবেদনের শ্রেষ্ঠ দিন হিসেবে বেছে নিয়েছেন ‘ভ্যালেন্টাইন্স ডে’কেই। লন্ডনের সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে এমন তথ্য। প্রতি ১০ জন নারীর মধ্যে ছয়জনই ১৪ ফেব্রুয়ারিকে প্রেম নিবেদনের জন্য বেছে নিয়েছেন। পুরুষদের মধ্যে সংখ্যাটা প্রতি ১০ জনে চারজন। নারীরা মনে করেন, এই দিনে রোমান্টিক পরিবেশ আর খাবার খেতে খেতে প্রেম নিবেদন সবচেয়ে রোমাঞ্চকর। অপরদিকে পুরুষদের ধারণা, এই দিনে বিয়ের প্রস্তাবে সবচেয়ে বেশি সারা মেলে। পুরুষরা হাঁটু গেড়ে গোলাপ হাতে নারীদের প্রেম নিবেদন করছে- এই দিন আর নেই। বরং নারীরাই এই ভূমিকায় এগিয়ে।- জি নিউজ।
×