ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উন্নয়নশীল দেশগুলোকে সহযোগিতার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশিত: ০৫:৫৩, ১২ ফেব্রুয়ারি ২০১৫

উন্নয়নশীল দেশগুলোকে সহযোগিতার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের মানুষের সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উন্নয়নশীল দেশগুলোকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে সবার কাছে সমানভাবে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সম্পদের সীমাবদ্ধতা এবং আর্থিক অপ্রতুলতা প্রধান অন্তরায়। এক্ষেত্রে কারিগরি ও আর্থিক সহায়তা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও উন্নত দেশগুলোকে এগিয়ে আসতে হবে। বুধবার সিঙ্গাপুরে ‘সর্বজনীন স্বাস্থ্যসেবা : দ্যা পোস্ট ২০১৫ চ্যালেঞ্জ’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের অংশ হিসেবে মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে বক্তৃতাদানকালে তিনি এ আহ্বান জানান। বৈঠকে চীন, সিঙ্গাপুর, ব্রুনাই, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালায়েশিয়া, ফিলিপিন্স, ভিয়েতনাম এবং সৌদি আরবের মন্ত্রীরা বক্তব্য রাখেন। মঙ্গলবার থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের প্রায় ১৫ দেশের মন্ত্রী, উর্ধতন কর্মকর্তা এবং চিকিৎসক অংশ নিয়েছেন। নাসিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দরিদ্রদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তার সুফল জনগণ পেতে শুরু করেছে। সরকার সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক কার্যক্রম তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সব গ্রাম পর্যায়ের জনগণের কাছে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ইতোমধ্যে চালু হওয়া ১৩ হাজার ৫০০ কমিউনিটি ক্লিনিকের সাফল্য আজ বিশ্বব্যাপী স্বীকৃত। জাতিসংঘের মহাপরিচালকও এ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূচিত এ কার্যক্রমকে উদাহরণ হিসেবে দেখিয়েছেন। এর আগে বাংলাদেশের স্বাস্থ্যখাতের সাফল্যের আবারও ভূয়সী প্রশংসা করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডাঃ মার্গারেট চ্যান। তিনি বলেন, অনুর্ধ পাঁচ বছরের শিশুস্বাস্থ্য উন্নয়ন, টিকাদান কর্মসূচীর সাফল্যসহ বিভিন্ন স্বাস্থ্য সূচকের অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশের অর্জন অভাবনীয়। বাংলাদেশে সরকার এবং বেসরকারী সংস্থাগুলোর সমন্বয়ে একটি বহুমাত্রিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে উঠেছে, যেখানে নারীর ভূমিকাও চোখে পড়ার মতো। ফলে পরিবার পরিকল্পনা, টিকাদান, ডায়ারিয়া নিয়ন্ত্রণ, ভিটামিন-এ খাওয়ানোর কর্মসূচীগুলো ব্যাপক সাফল্য পাচ্ছে। তিনি সিঙ্গাপুরে ‘ইউনিভার্সাল হেল্থ কভারেজ : দ্যা পোস্ট-২০১৫ চ্যালেঞ্জ’ বিষয়ক মন্ত্রী পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপনকালে বাংলাদেশের স্বাস্থ্যখাতের অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকারের কৃতিত্বের কথা তুলে ধরেন।
×