ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হরতাল অবরোধের কবলে লালমনিরহাটে ট্রেনের সিডিউল বিপর্যয়

প্রকাশিত: ০৪:৫৯, ১২ ফেব্রুয়ারি ২০১৫

হরতাল অবরোধের কবলে লালমনিরহাটে ট্রেনের সিডিউল বিপর্যয়

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১১ ফেব্রুয়ারি ॥ লালমনিরহাট রেল বিভাগের আওতায় সব যাত্রাবাহী ট্রেন হরতাল অবরোধের কারণে সিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে। ট্রেনে চেপে গন্তব্যে পৌঁছাতে ঘণ্টা পর ঘণ্টা স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে যাত্রী সাধারণকে। সব চাইতে দুর্ভোগে পড়েছে শিশু, নারী ও বৃদ্ধ যাত্রীরা। লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, লালমনিরহাট রেল বিভাগের অধীনে ঢাকা, রংপুর, বুড়িমারী, পার্বতীপুর ও কুড়িগ্রাম রুটে দিনরাত্রী মিলে ৪২টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। বর্তমান সরকারের আমলে রেল লাইন সংস্কার, নতুন যাত্রীবাহী কোচ, ইঞ্জিন ও জনবল নিয়োগে রেলওয়ে যাত্রী সেবার ব্যাপক পরিবর্তন এসে ছিল। উন্নত যাত্রীসেবা দেয়ায় রেলওয়েতে নিরাপদে ভ্রমণে যাত্রীসংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে। লালমনিরহাট রেলওয়ে বিভাগে ট্রেন বেশ কিছুদিন ধরে সিডিউলের সময় ধরে চলছিল। তাই যাত্রীর আস্থা অর্জন করে। লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কর্মকর্তা ডিটিএস মোঃ মোস্তাফিজার রহমান জানান, হরতাল অবরোধে আন্তঃনগর ট্রেনে যাত্রী সংখ্যা এখন অনেক বেশি। দুর্ঘটনা এড়াতে ট্রেনের গতি কমিয়ে চলাচল করছে। বুধবার সকালে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে। লোকাল, মেইল ও বেসরকারী খাতের ট্রেনগুলো নির্ধারিত সময়ের ১৫-২০ মিনিট পরে ছেড়ে যাচ্ছে।
×