ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজধানীতে সরকারী কর্মকর্তাদের জন্য এক হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে ॥ গ

প্রকাশিত: ০৮:২১, ১১ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীতে সরকারী  কর্মকর্তাদের জন্য  এক হাজার ফ্ল্যাট  নির্মাণ করা  হবে ॥ গ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মতিঝিল ও আজিমপুরে সরকারী কর্মকর্তাদের জন্য এক হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির গুলনাকসা হলে মঙ্গলবার সকালে দেশে প্রথমবারের মতো আয়োজিত আন্তর্জাতিক লিফট ও এস্কেলেটর প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান মন্ত্রী। মন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আবাসন শিল্প। এ শিল্পের বিকাশের সঙ্গে সঙ্গে দেশে সুউচ্চ ভবন অনেক নির্মিত হচ্ছে। আর এজন্য এলেভেটর ও এস্কেলেটরের মতো শিল্পের চাহিদাও বাড়ছে। তিনি বলেন, বাংলাদেশ ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ খাত। সরকার এ খাতের উন্নয়নে খুবই আন্তরিক। সরকার রাজধানীতে এবং আশপাশের এলাকায় সুউচ্চ ভবন নির্মাণ করবে। এসব ভবনে এলিভেটর ও এস্কেলেটরের মতো প্রযুক্তি থাকবে। মিরপুর ও মোহাম্মদপুরে সরকারী উদ্যোগে সুউচ্চ আবাসিক ভবন নির্মাণ করা হবে। মন্ত্রী বলেন, দেশে সরকারী কর্মকর্তাদের সংখ্যা দেড় লাখ। অথচ মাত্র ৫০ হাজার কর্মকর্তাকে আমরা আবাসন সুবিধা দিতে পেরেছি। বাকি এক লাখ কর্মকর্তাকেও আবাসিক সুবিধার আওতায় আনবে সরকার। এ লক্ষ্যে মতিঝিল ও আজিমপুরে এক হাজার কর্মকর্তার জন্য ফ্ল্যাট নির্মাণ করা হবে বলে জানান তিনি।
×