ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঢাকাস্থ চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম গঠিত

প্রকাশিত: ০৫:৪২, ১১ ফেব্রুয়ারি ২০১৫

ঢাকাস্থ চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম গঠিত

ঢাকায় কর্মরত চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম। গত শুক্রবার রাজধানীর তোপখানা রোডে চট্টগ্রাম সমিতির কার্যালয়ে আয়োজিত এক সভায় ৩১ সদস্যের ফোরাম গঠিত হয়। এতে সাইফুল ইসলাম তালুকদারকে (আমাদের সময়) আহ্বায়ক ও শাহীন-উল ইসলাম চৌধুরীকে সদস্য সচিব করা হয়। এ ফোরামে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে পাঁচজনকে। তাঁরা হলেন, মাহফুজুর রহমান (বাসস), মাহমুদুর রহমান খোকন (করতোয়া), জামাল উদ্দীন (ইত্তেফাক), মোস্তফা কামাল (ইউএনবি) ও সাইফ ইসলাম দিলাল (সকালের খবর)। আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, ওয়াহিদউল্লাহ (আজাদী), মোতাহার হোসেন মাসুম (ইত্তেফাক), মীর আহাম্মদ মীরু (বর্তমান), শওকত ওসমান রচি (নয়াদিগন্ত), মোঃ শরীফুল ইসলাম (জনকণ্ঠ), শামছুদ্দীন আহমেদ (ইত্তেফাক), সোহেল হায়দার চৌধুরী (মানবকণ্ঠ), মফিজুল ইসলাম (ইন্ডিপেনডেন্ট), রফিক আহমেদ (আমাদের অর্থনীতি), এনামুল হক (ডেইলি স্টার), সেলিম জাহিদ (প্রথম আলো), শাহাবুদ্দিন চৌধুরী (ইন্ডিপেনডেন্ট টিভি), গিয়াসউদ্দিন (এবি নিউজ ২৪ ডটকম), ফারুক খান (আরটিভি), জাগরণ চাকমা (ইন্ডিপেনডেন্ট), শিবু কান্তি দাশ (পূর্বকোণ), শামীম জাহাঙ্গীর (ডেইলি সান), শাহাদাৎ হোসেন নিজাম (বিটিভি), মোস্তফা মনোয়ার সুজন (আলোকিত বাংলাদেশ), মোঃ মফিজুর রহমান খান বাবু (কালবেলা), মোমেনা আক্তার পপি (বর্তমান) প্রমুখ। -বিজ্ঞপ্তি শিডিউল বিপাকে ‘মাংকি বিজনেস’ টেলিফিল্মের শূটিং আগে থেকেই ধারণা করা হচ্ছিল এমন সাংঘাতিক কিছু ঘটতে পারে। সাবধান ছিলেন ডিরেক্টরও। তারপরেও একটানা চলতে থাকা শূটিংয়ে ঘটেই গেল এমন একটা ঘটনা। দ্রুত কাজ আদায় করতে গিয়ে সবাই ভুলে গিয়েছিলো বিশ্রামের কথা। বিশ্রাম নেয়ার পর শুরু হলো শিডিউল বিপাক। বন্ধ হয়ে গেল টেলিফিল্মের কাজ। তবে মাত্র দশ মিনিটের জন্য। ‘মাংকি বিজনেস’ টেলিফিল্মের খবরাখবর রাখতে দর্শকরা ভিজিট করতে ভধপবনড়ড়শ.পড়স/ধরৎঃবষনুুঁ এই পেইজে। ‘মাংকি বিজনেস’ টেলিফিল্মটি প্রচার হবে আগামী ১৩ ফেব্রুয়ারী রাত ১১-৩০ মিনিটে এনটিভিতে। বিজ্ঞপ্তি ককটেল ফাটানো সেই দুই ছাত্র ঢাবি থেকে বহিষ্কার বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আটক হওয়া ঢাবির সেই দুই ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনকণ্ঠকে জানান, জড়িতদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বিষয়টি শৃঙ্খলা পরিষদের আগামী সভায় উপস্থাপন করা হবে।
×