ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতাল বাড়ল

প্রকাশিত: ০৫:১৯, ১১ ফেব্রুয়ারি ২০১৫

শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতাল বাড়ল

স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপী টানা অবরোধের মধ্যে বিএনপি জোটের হরতাল বাড়ল আরও ৪৮ ঘণ্টা। রবিবার সকাল ৬টা থেকে পূর্ব নির্ধারিত টানা ৭২ ঘণ্টা হরতাল শেষ না হতেই মঙ্গলবার দুপুরে আরও ৪৮ ঘণ্টা হরতাল ঘোষণা করে বিএনপি জোট। বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এই ৪৮ ঘন্টা হরতাল পালন করা হবে বলে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জানান। ৬ জানুয়ারি থেকে সারাদেশে টানা রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচী পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। অবরোধ চলাকালেই, দফায় দফায় হরতালও পালন করছে তারা। বিশেষ করে এসসি পরীক্ষা ঠেকাতে ২ ফেব্রুয়ারি থেকে, সাপ্তাহিক ছুটির দিন ছাড়া টানা হরতাল পালন করছে তারা। তবে হরতাল-অবরোধ করতে নেতাকর্মীরা মাঠে না নামলেও পেট্রোল বোমাসহ বিভিন্নভাবে নাশকতা চালিয়ে প্রায় ৯০ জন মানুষ হত্যা করেছে বিএনপি-জামায়াতের ক্যাডাররা। এর মধ্যে প্রায় ৬০ জনকে মারা হয়েছে আগুনে পুড়িয়ে। এ ছাড়া জ্বালিয়ে দেয়া হয়েছে কয়েক হাজার যানবাহন। এর প্রতিবাদে দেশ-বিদেশের বিভিন্ন মহল থেকে সহিংস আন্দোলন বন্ধের জোর দাবি জানানো হলেও তা তোয়াক্কা না করে মঙ্গলবার আবারও ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে বিএনপি জোট।
×