ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালের ডেঞ্জার পয়েন্টে বিজিবি মোতায়েন

প্রকাশিত: ০৪:২৬, ১১ ফেব্রুয়ারি ২০১৫

বরিশালের ডেঞ্জার পয়েন্টে বিজিবি মোতায়েন

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ চলমান হরতাল ও অবরোধে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের একমাত্র ডেঞ্জার জোন এলাকা হিসেবে গোয়েন্দা সংস্থার রিপোর্টে চিহ্নিত গৌরনদী উপজেলায় মঙ্গলবার দুপুর থেকে বর্ডার গাড অব বাংলাদেশের (বিজিবি) ৭০ সদস্য মোতায়েন করা হয়েছে। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী বলেন, দেশের চলমান পরিস্থিতির নিরসনকল্পে ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচলে নিরাপত্তা বিধানে যে কোন ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ, আনসার ও ভিডিপির সদস্যদের পাশাপাশি বিজিবির সদস্যরা টহলের পাশাপাশি ডেঞ্জার পয়েন্টে অবস্থান করবেন। নাম প্রকাশ না করার শর্তে সরকারী গৌরনদী কলেজে ক্যাম্প স্থাপন করে থাকা একাধিক বিজিবির সদস্য বলেন, গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে তাঁরা ঢাকা থেকে ৭০ সদস্যদের একটি দল গৌরনদীতে এসেছেন। গোয়েন্দা সূত্র মতে, ঢাকা-বরিশাল মহাসড়কের নগরী থেকে গৌরনদীর ভুরঘাটা পর্যন্ত ৫৫টি সংযোগ সড়কসহ জেলায় চোরাগোপ্তা হামলা হয় এমন ৮৭টি স্পট নির্ধারণ করা হয়েছে। ওইসব স্পটগুলোকে ‘ডেঞ্জার জোন’ আখ্যা দিয়ে নাশকতা ঠেকাতে পুলিশ প্রশাসনের পাশাপাশি আনসার ও ভিডিপির সদস্যদের মোতায়েন করেও নাশকতা প্রতিরোধ করা সম্ভব হয়নি। ফলে মঙ্গলবার থেকে বিজিবি মোতায়েন করা হয়। সূত্র মতে, চলমান হরতাল-অবরোধের মধ্যে পেট্রোলবোমায় ইতোমধ্যে জেলার গৌরনদীতে ৫ জন ও উজিরপুরে একজন নিহত হয়েছে।
×