ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অভিনয়ে ব্যস্ত ইভা

প্রকাশিত: ০৬:৪৪, ১০ ফেব্রুয়ারি ২০১৫

অভিনয়ে ব্যস্ত ইভা

স্টাফ রিপোর্টার ॥ ইভা। পুরো নাম শারমিন খান ইভা। দেশের সাংস্কৃতিক অঙ্গনে সম্ভাবনাময় এক অভিনয়শিল্পী। কুষ্টিয়ার মেয়ে ইভা ছোটবেলা থেকেই নাচ গান এবং অভিনয়ে পারদর্শী। মঞ্চে একাধিক নাটকে অভিনয় করেছেন। গান গেয়ে, নেচে পেয়েছেন অসংখ্য পুরস্কার। এরই ধারাবাহিকতায় ঢাকায় এসে একাধিক টিভি নাটক এবং একটি চলচ্চিত্রে অভিনয় করে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন। বর্তমানে শান্তামারিয়ম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিংয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইভা নাটকের অভিনয় নিয়ে ব্যস্ত আছেন। ইভা অভিনীত প্রথম টেলিভিশন নাটক ছিল ‘মেঘের কোলে’। ইভা এরপর শফিউল আজমের ‘নীল স্বপ্ন’, ইমদাদের খানের ‘মেহমান খানা’ ও ‘সম্পর্কের বুনন’ অনিরুদ্ধ রাসেলের ‘কিরন বালা’, আহম্মেদ সাকিলের ‘খোঁজ দ্য দুলাভাই’, শহিদুজ্জামান সেলিমের ‘এক ঝাঁক মৃত জোনাকি’ প্রভৃতি নাটকে অভিনয় করেছেন। এছাড়াও ইভা শফিউল আজমের ‘উদীয়মান সূর্য’ শিরোনামে মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেন। ছোট বেলা থেকেই সংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন শাখায় ইভার সমানপদচারণা। তবে ইভার বাবা প্রয়াত সেলিম খান চেয়েছিলেন তাঁর মেয়ে কণ্ঠ শিল্পী হোক। এ জন্য কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে ভর্তি করেছিলেন ইভাকে। এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে ইভা পুরস্কৃতও হয়েছে। তবে অভিনয় এবং নাচ তাকে টানতো। ইভা জানান, তাঁর বাবা সংস্কৃতিমনা মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ মানুষ ছিলেন। ব্যস্ততা সত্ত্বেও নিয়মিত সঙ্গীত চর্চা করতেন। তিনি ছিলেন কুষ্টিয়া মিউজিক ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য। পরবর্তীতে তাকে কুষ্টিয়ার মঞ্চ্য নাট্যদল নুপুর নাট্যগোষ্ঠীতে ভর্তি করান। মঞ্চে ইভা ‘কাবুলিওয়ালা’, ‘ছোট বউ’, ‘চোরাবালি’, ‘মিনার স্বপ্ন’, ‘ডাকঘর’ নাটকে অভিনয় করেন। এইচএসসি পাসের পর ঢাকায় এসে টিভি নাটকে অভিনয় শুরু করেন। ইভার স্বপ্ন একজন ভাল অভিনেত্রী হওয়া। সে লক্ষ্যেই নিজেকে তৈরি করছেন। কাজের ফাঁকে সিনিয়রদের কাছে অভিনয় শেখার চেষ্টা করেন। তিনি মনে করেন অভিনয়ের ক্ষেত্রে সিনিয়রদের কছে অনেক শেখার আছে। ইভা আগামীতে একজন দক্ষ অভিনেত্রী হতে চান এ জন্য তিনি সংশ্লিষ্টদের সহযোগিতা ও আশির্বাদ কামনা করেছেন।
×