ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমিরাতের বিপক্ষে খেলবেন ক্লার্ক

প্রকাশিত: ০৬:২৭, ১০ ফেব্রুয়ারি ২০১৫

আমিরাতের বিপক্ষে খেলবেন ক্লার্ক

স্পোর্টস রিপোর্টার ॥ আরব আমিরাতের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন মাইকেল ক্লার্ক। এতটুকু শুনে মনে হবে, সবকিছু ঠিকঠাক এগোচ্ছে। বিষয়টা মোটেই তেমন নয়। অস্ট্রেলিয়া অধিনায়ককে নিয়ে ধোঁয়াশা কাটেনি! কারণ আন্তর্জাতিক ম্যাচে খেলার মতো ফিট নন বলে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে থাকছেন না ক্লার্ক- কোচ ড্যারেল লেহম্যান একই সঙ্গে দুটি বিষয়ই নিশ্চিত করেছেন। ফিটনেস ফিরে পেতেই মূলত বুধবার মেলবোর্নে আফগানিস্তান ম্যাচে নামানো হবে ৩৩ বছর বয়সী তারকাকে। এর আগে এ্যালান বোর্ডার মাঠে বাংলাদেশের বিপক্ষে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের হয়ে খেলেছিলেন ক্লার্ক। ওই ম্যাচে ব্যাট হাতে ৩৪ রান করেন তিনি। অবশ্য রবিবার ভারতের বিপক্ষে ১০৬ রানে জেতা বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে ছিলেন না। গত বছর ভারতের বিপক্ষে চার টেস্টের সিরিজের প্রথম ম্যাচে চোট পাওয়ার পর ফের ক্রিকেটে ফিরতে পারবেন কি না, তা নিয়ে নিজেই সংশয়ে ছিলেন ক্লার্ক। তবে সব শঙ্কা কাটিয়ে আবারও মাঠে ফিরতে প্রস্তুত দেশটির আধুনিক সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান। নির্বাচকরা তাঁকে অধিনায়ক রেখেই ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে। তবে ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে তাকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সময়সীমা বেঁধে দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (সিএ)। নেপোলি, ইন্টারের সহজ জয় স্পোর্টস রিপোর্টার ॥ নেপোলি ও ইন্টার মিলান ইতালিয়ান সিরিএ লীগে সহজ জয় পেয়েছে। টানা চার ড্রয়ের পর জয়ে ফিরেছে এএস রোমাও। রবিবার অনুষ্ঠিত ম্যাচে নেপোলি ৩-১ গোলে উদিনেসকে, ইন্টার ৩-০ গোলে পালের্মোকে ও রোমা ২-১ গোলে পরাজিত করে ক্যাগলিয়ারিকে। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা রোমার পয়েন্ট ২২ ম্যাচে ৪৬। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেপোলি। ৫৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে জুভেন্টাস। ঘরের মাঠ সান পাওলোয় বেলজিয়ামের স্টাইকার ড্রিস মের্টেন্স ও ইতালির স্ট্রাইকার মানোলো গাব্বিয়াডিনির গোলে ২১ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় নেপোলি। ২৭ মিনিটে ফরাসী স্ট্রাইকার সিরিল থেরিও উদিনেসের হয়ে গোল করে ব্যবধান করেন ২-১। বিরতির পর সিরিলের ভুলেই ছিটকে পড়ে উদিনেস। ৫৯ মিনিটে তার আত্মঘাতী গোলে জয় এক প্রকার নিশ্চিত করে নেপোলি। আরেক ম্যাচে ক্যাগলিয়ারির মাঠে ম্যাচের ৩৭ মিনিটে সার্বিয়ার স্ট্রাইকার আডেম লিয়াইচের গোলে এগিয়ে যায় রোমা। ৮৫ মিনিটে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্ড্রো পারেডেস ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচের শেষ মুহূর্তে কঙ্গোর মিডফিল্ডার পি-এমপোকু স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন।
×