ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পেট্রোলবোমায় দগ্ধ শহিদুল অবশেষে মারা গেলেন

প্রকাশিত: ০৫:৫৪, ১০ ফেব্রুয়ারি ২০১৫

পেট্রোলবোমায় দগ্ধ শহিদুল অবশেষে মারা গেলেন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ টানা ৭ দিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন নাশকতাকারীদের পেট্রোলবোমায় দগ্ধ ট্রাকের হেলপার শহিদুল ইসলাম বিশু (৩৮)। সোমবার বিকেল সাড়ে ৫টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বিশু মারা যান। নিহত শহিদুল ইসলাম বিশু রাজশাহীর পবা উপজেলার মোল্লার ডাইং এলাকার ইয়াসিন আলীর ছেলে। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের মধ্যে গত ২ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে ট্রাকে পেট্রোলবোমা হামলায় দগ্ধ হন শহিদুল ইসলাম বিশু। এসময় ট্রাক চালক সাইদুর রহমানও দগ্ধ হয়েছিলেন। নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, পেট্রোলবোমার আগুনে দগ্ধ শহিদুল ইসলামের শরীরের ৬০ ভাগ পুড়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেল ৫টার দিকে তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে শহিদুল ইসলামের লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। বিশুর চাচাত ভাই ইলিয়াস বলেন, বিশুর পরিবারে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে আছে। পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। বিশুর মুত্যুতে তার পরিবারে এখন নেমে এসেছে শোকের ছায়া।
×