ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পল্লী চিকিৎসকদের কর্মশালা

প্রকাশিত: ০৪:২৬, ১০ ফেব্রুয়ারি ২০১৫

পল্লী চিকিৎসকদের কর্মশালা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গৌরনদী উপজেলার বেজগাতি এলাকায় সোমবার দিনব্যাপী পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সুইজ হাসপাতালের সভাকক্ষে হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আকন আজাদের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন খাঞ্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডাঃ মোঃ শাহজাহান মিয়া, গিয়াস উদ্দিন মিয়া, জামাল উদ্দিন, ডাঃ রামেন্দ্র মজুমদার, প্রধান টেকনোলজিস্ট রূপা আক্তার, পল্লী চিকিৎসক সৈয়দ নকিবুল হক, আব্দুল কুদ্দুস প্রমুখ। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন মাইক্রোবায়োলজিস্ট ডাঃ সুদীপ কুমার নাথ। দলিল লেখকদের কলম বিরতি সংবাদদাতা, হাতিয়া, নোয়াখালী, ৯ ফেব্রুয়ারি ॥ অফিসে উপস্থিতিতে অনিয়ম, দলিল সম্পাদনে অতিরিক্ত টাকা আদায় ও দলিল লেখকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে দ্বীপ উপজেলা হাতিয়া সাব-রেজিস্টারের অপসারণ দাবি করে রবিবার থেকে ২য় দিনের মতো কলম বিরতি পালন করেছে হাতিয়া দলিল লেখক সমিতি। এ সময় তারা অফিস বর্জন করে রাস্তায় অবস্থান করেন। বন্ধ করে রাখেন সকল প্রকার দলিল সম্পাদন কর্মকাণ্ড। চিকিৎসাসেবা নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৯ ফেব্রুয়ারি ॥ গাজীপুরে রোটারী ক্লাব ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের আয়োজনে শিশুদের তালু ও ঠোঁট কাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মেডিক্যাল কলেজের সেমিনার কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ সুভাষ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রোটারী ক্লাবের কনভেনর সাফিনা রহমান। সকল রোগীকে তালু ও ঠোঁট কাটার চিকিৎসা প্রদান করা হবে। কম্বল বিতরণ নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ৯ ফেব্রুয়ারি ॥ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীদ্দীন খান আলমগীর সোমবার সকালে কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ মাঠে রিকশাচালক ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন। প্রায় এক হাজার কম্বল গরিব, অসহায়, দুস্থ রিকশাচালক ও প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার জিয়া আহমেদ সুমন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ প্রমুখ।
×