ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুক্তিযোদ্ধা হত্যার দায়ে ২ ব্যক্তির ফাঁসি

প্রকাশিত: ০৪:২৪, ১০ ফেব্রুয়ারি ২০১৫

মুক্তিযোদ্ধা হত্যার দায়ে ২ ব্যক্তির ফাঁসি

নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা ৯ ফেব্রুয়ারি ॥ মোহনগঞ্জের মুক্তিযোদ্ধা কানুচন্দ্র তালুকদারকে হত্যার দায়ে দুই ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। জানা যায়, উপজেলার বিরামপুর গ্রামের মুক্তিযোদ্ধা কানু চন্দ্র তালুকদার ২০০৮ সালের ১০ মে নিজ ঘরে খুন হন। এ ঘটনায় একই বছরের ৩১ জুলাই চার্জশীট দাখিল করে পুলিশ। সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে নেত্রকোনা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল হামিদ সোমবার দুপুরে একই গ্রামের মৃত আব্দুল বারির ছেলে আনোয়ার হোসেন ও পাবই গ্রামের মৃত রহমত আলীর ছেলে বকুল মিয়াকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকরের আদেশ দেন। সৈয়দপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদ- স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীর সৈয়দপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামী রবিউল ইসলামকে মৃত্যুদ- প্রদান করেছে আদালত। সোমবার দুপুরে নীলফামারীর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রেজা আলমগীর হাসান এই রায় ঘোষণা করেন। মৃত্যুদ-প্রাপ্ত রবিউল ইসলাম নীলফামারীর সৈয়দপুর উপজেলার শ্বাসকান্দর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। মৃত্যুদ-প্রাপ্ত রবিউল স্ত্রীকে হত্যার দিন থেকেই পলাতক রয়েছে। মামলার সূত্রমতে, ২০০৬ সালের ১৯ ডিসেম্বর রাতে স্ত্রী মিনুয়ারা বেগমকে (২০) গলাটিপে হত্যা করে স্বামী রবিউল ইসলাম। নিহত মিনুয়ারা একই উপজেলার শ্বাসকান্দর তালতলাপাড়ার নুর ইসলামের মেয়ে। ঘটনার পরদিন নিহত মিনুর বাবা নুর ইসলাম বাদী হয়ে সৈয়দপুর থানায় জামাতা রবিউলকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র প্রদান করলে স্বাক্ষ্যপ্রমাণ শেষে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত রবিউলকে বাংলাদেশ দ-বিধির ৩০২ ধারা মোতেবেক মৃত্যুদ-ের আদেশ দেয়। ঠাকুরগাঁওয়ে হত্যার দায়ে একজনের ফাঁসি নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৯ ফেব্রুয়ারি ॥ ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট বদিউজ্জামান চৌধুরীর স্ত্রী, পিটিআইয়ের অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট উম্মে কুলসুম হত্যা মামলার রায়ে তাদের পালিত ছেলে ফয়সালের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার ঠাকুরগাঁও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট শেখর কুমার রায় জানান, ২০১২ সালের ৮ জানুয়ারি সকালে শহরের আশ্রমপাড়া মহল্লার বাসিন্দা এ্যাডভোকেট বদিউজ্জামান চৌধুরীর স্ত্রী উম্মে কুলসুমকে (৬০) বাসায় একা পেয়ে তাদের পালিত ছেলে ফয়সাল ইসলাম হাতে, পায়ে দড়ি বেঁধে ও গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে। সিরাজগঞ্জে এ্যাসিড মামলায় ২ জনের যাবজ্জীবন স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জে এ্যাসিড নিক্ষেপ মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদ- ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদ-াদেশের আদেশ দেয়া হয়েছে। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালত) বিচারক শেখ মোঃ নাসিরুল হক এ রায় প্রদান করেন। দ-প্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রামের আবেদ আলী সেখের ছেলে সোহরাব আলী ও একই গ্রামের মৃত ওসমান গনির ছেলে নজরুল ইসলাম। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সিরাজগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রামের আব্দুস সাত্তারের সঙ্গে দ-প্রাপ্ত আসামিদের বিরোধ ছিল।
×