ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৪০ দিনেও সন্ধান মেলেনি রাজশাহীর নওহাটা পৌর মেয়রের

প্রকাশিত: ০৪:২৩, ১০ ফেব্রুয়ারি ২০১৫

৪০ দিনেও সন্ধান মেলেনি রাজশাহীর নওহাটা পৌর মেয়রের

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নিখোঁজের ৪০ দিন পরও কোন হদিস মেলেনি রাজশাহীর নওহাটা পৌর মেয়র আব্দুল গফুর সরকারের। আব্দুল গফুরের মেয়ে নুসরাত জাহান বেনজীর অভিযোগ করেন, তার বাবা এক মাস ১০ দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাঁকে উদ্ধারের কোন চেষ্টা তো দূরের কথা রহস্যও উদ্ঘাটন করতে পারেনি। তিনি বলেন, যত দিন যাচ্ছে ততই তার পিতাকে ফিরে পাওয়ার আশা ক্ষীণ হয়ে আসছে। একজন মেয়র নিখোঁজ থাকলেও পৌর প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হচ্ছে না চোখে পড়ার মতো কোন উদ্যোগ। এভাবে চলতে থাকলে তার পিতাকে আর ফিরে পাওয়া যাবে না বলে তিনি হতাশা ব্যক্ত করেন। পুলিশ তার বাবা গফুরকে জীবিত উদ্ধার করে তাদের কাছে ফিরিয়ে দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য, থেকে নিখোঁজ রয়েছেন নওহাটা পৌর মেয়র আব্দুল গফুর সরকার। এ নিয়ে পবা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মালয়েশিয়ায় পাচার করতে উখিয়ার ছাত্র অপহরণ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মালয়েশিয়ায় পাচার করতে জেলার উখিয়া তুতুরবিল গ্রামের জাহেদুল আলম নামে এক মাদ্রাসা ছাত্রকে অপহরণ করেছে দালাল চক্র। রবিবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে মনির মার্কেট এলাকায় সংঘবদ্ধ মানব পাচারকারী দলের সদস্যরা তাকে মাইক্রোবাসে তুলে টেকনাফ নিয়ে গেছে। সে রুমখা পালং ইসলামিয়া আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র এবং রাজাপালং তুতুরবিলের মৃত আলী হোছেনের পুত্র। এ ব্যাপারে উখিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
×