ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাকাবের ৭৯৭ কোটি টাকা ঋণ বিতরণ

প্রকাশিত: ০৬:০৭, ৯ ফেব্রুয়ারি ২০১৫

রাকাবের ৭৯৭ কোটি টাকা  ঋণ বিতরণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম সাত মাসে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) গ্রামীণ অর্থনীতি পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কৃষি ও অকৃষি খাতের উৎপাদন বৃদ্ধির জন্য দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ৭৯৭ কোটি ৭০ লাখ টাকা ঋণ বিতরণ করেছে। পাশাপাশি রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার ৩৭৬টি শাখার মাধ্যমে ২০১ কোটি ৯১ লাখ টাকা শ্রেণীবদ্ধ ঋণসহ ৯৬৯ কোটি ৪৩ লাখ টাকার বিভিন্ন ধরনের ঋণ বিতরণ করেছে এবং ৩ হাজার ২৬৩ কোটি টাকা আমানত সংগ্রহ করেছে। এ ব্যাপারে রাকাব’র উপব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক খান বলেন, ব্যাংকটি চলতি অর্থবছরে ১৬ হাজার কোটি টাকার ঋণ বিতরণ, ৭৫০ কোটি টাকার শ্রেণীবদ্ধ ঋণসহ ১ হাজার ৮শ’ কোটি টাকা আদায় এবং ৩ হাজার ৮শ’ কোটি টাকার আমানত সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তিনি জানান, বর্তমান সরকার শুধু উত্তর-পশ্চিমাঞ্চলের কৃষি ও গ্রামীণ উন্নয়নের লক্ষ্যে ঋণ প্রদানের জন্য রাকাবকে বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ করেছে।
×