ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নৌপ্রধানের সঙ্গে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স প্রধানের সৌজন্য সাক্ষাত

প্রকাশিত: ০৫:৩০, ৯ ফেব্রুয়ারি ২০১৫

নৌপ্রধানের সঙ্গে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স প্রধানের সৌজন্য সাক্ষাত

বাংলাদেশে সফররত মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এমএনডিএফ) প্রধান মেজর জেনারেল আহ্মেদ সিয়াম, এনডিসি, পিএসসি রবিবার বনানীর নৌসদর দফতরে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিবের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এর আগে তিনি নৌসদরে এসে পৌঁছালে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল এএমএমএম আওরঙ্গজেব চৌধুরী এবং নৌ অপারেশন্স পরিদফতরের পরিচালক কমডোর কেএম আজীম তাঁকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। সাক্ষাতকালে তিনি নৌপ্রধানের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময়সহ পেশাগত ও দুই দেশের প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। এছাড়া বাংলাদেশ ও মালদ্বীপ সশস্ত্র বাহিনীর মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের ডিফেন্স এ্যাটাশে, মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের পরিচালক, নৌ সদরের পিএসওগণ এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সস্ত্রীক বাংলাদেশ সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে মালদ্বীপ সশস্ত্র বাহিনীর তিনজন উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন। -আইএসপিআর
×