ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আর্সেনালের হার, ম্যানসিটি, লিভারপুলের ড্র

জয়ের ধারায় চেলসি

প্রকাশিত: ০৫:২৫, ৯ ফেব্রুয়ারি ২০১৫

জয়ের ধারায় চেলসি

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে অপ্রতিরোধ্য গতিতেই ছুটছে চেলসি। শনিবার জোশে মরিনহোর শিষ্যরা ২-১ গোলে হার হয়েছে এ্যাস্টন ভিল্লাকে। আর এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে চেলসি। তবে চেলসি জিতলেও পরাজয় দেখেছে আর্সেনাল। এদিন টটেনহ্যাম হটস্পারের কাছে ২-১ গোলে হেরেছে আর্সেন ওয়েঙ্গারের দল। এভারটনের কাছে গোলশূন্য ড্র করেছে লীগের শক্তিশালী দল লিভারপুল। আর দিনের অন্য ম্যাচে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে রুখে দিয়েছে হাল সিটি। এদিন তারা নিজেদের মাঠে ১-১ ব্যবধানে ড্র করে সিটির বিপক্ষে। প্রিমিয়ার লীগের ২২তম ম্যাচে সোয়ানসি সিটিকে ৫-০ গোলে গুড়িয়ে দিয়েছিল চেলসি। তবে পরের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-১ গোলে ড্র করে ব্লুজরা। শনিবার আবারও জয়ে ফিরেছে মরিনহোর দল। বার্মিংহামের ভিলা পার্কে ম্যাচের প্রথম লিড নেয় চেলসি। প্রথমার্ধের ৮ মিনিটে চেলসিকে এগিয়ে দেন ইডেন হ্যাজার্ড। বেলজিয়ান এ তারকাকে গোল করাতে সহায়তা করেন ব্রাজিলিয়ান খেলোয়াড় উইলিয়ান। এর ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় চেলসি। দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ এক গোল করে এ্যাস্টন ভিল্লাকে সমতায় ফেরান জোরেস ওকোরে। আর সমতাসূচক গোলটি করতে তাকে সহায়তা করেন চার্লস জিল। তবে দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে ব্রানিসøাভ ইভানোভিচের গোলে আবারও এগিয়ে যায় চেলসি। এরপর আর কোন দল গোল না পেলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে চেলসি। চেলসির জয়ের দিনে পরাজয় দেখেছে লীগের অন্যতম শক্তিশালী দল আর্সেনাল। এদিন টটেনহ্যামের কাছে ২-১ গোলে হার মানে তারা। টটেনহ্যামের ঘরের মাঠ হোয়াইট হার্ট লেনে অতিথিয়েতা নিতে যায় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। তবে খেলার প্রথামার্ধেই এগিয়ে যায় গানাররা। ১১ মিনিটে জার্মান তারকা মেসুত ওজিলের গোলে লিড নেয় আর্সেনাল। এর ফলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্সেনাল। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটেই সমতায় ফিরে টটেনহ্যাম। গোল করে দলকে সমতায় ফেরান হ্যারি কেন।
×