ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেয়ার্ন মিউনিখের প্রথম জয়

প্রকাশিত: ০৫:২৩, ৯ ফেব্রুয়ারি ২০১৫

বেয়ার্ন মিউনিখের প্রথম জয়

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে নতুন বছরে প্রথম জয়ের স্বাদ পেয়েছে বেয়ার্ন মিউনিখ। শনিবার রাতে জার্মান বুন্দেসলিগার ম্যাচে বাভারিয়ানরা ২-০ গোলে পরাজিত করে স্বাগতিক স্টুটগার্টকে। অতিথি বেয়ার্নের হয়ে গোল করেন হল্যান্ডের তারকা উইঙ্গার আরিয়েন রোবেন ও অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড এ্যালাবা। একই দিন সহজ জয় পেয়েছে নিদারুণ মন্দ সময়ের মধ্যে থাকা বরুসিয়া ডর্টমুন্ড। এ্যাওয়ে ম্যাচে লীগের সাবেক চ্যাম্পিয়নরা ৩-০ গোলে হারায় ফ্রেইবার্গকে। পরশুর জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছে বেয়ার্ন। ২০ ম্যাচে সর্বোচ্চ ৪৯ পয়েন্ট পেপ গার্ডিওলার দলের। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় উলফসবার্গ ও ৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শালকে জিরো ফোর। লম্বা ছুটির পর বুন্দেসলিগায় গত ৩১ জানুয়ারি মাঠে ফেরে বেয়ার্ন। কিন্তু শুরুতেই বড়সড় ধাক্কা খেতে হয় তাদের। উলফসবার্গের কাছে ৪-১ গোলে হেরে বিধ্বস্ত হয় লীগের বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর গত সপ্তাহে শালকের সঙ্গে ১-১ গোলে ড্র করে দলটি। টানা দুই ম্যাচে হতাশাজনক পারফর্মেন্সের পর এবার জয়ের স্বাদ পেল বেয়ার্ন। এ্যাওয়ে ম্যাচে ৪১ মিনিটে বেয়ার্নকে গোল উপহার দেন ডাচ্ তারকা আরিয়েন রোবেন। মিচেল উইশেরের সহযোগিতায় গোলটি করেন ব্রাজিল বিশ্বকাপ মাতানো তারকা। তার করা একমাত্র গোলে এগিয়ে থেকে বিরতে যায় পেপ গার্ডিওলার দল। বিরতির পরে স্টুটগার্টের ঘরের মাঠ মার্সিডিজ বেঞ্জ এ্যারানাতে ত্রায় ৬০ হাজার দর্শকের উপস্থিতিতে স্বাগতিকদের হতাশা উপহার দেন ডেভিড এ্যালবা। ৫১ মিনিটে বেয়ার্নকে ২-০ গোলে এগিয়ে নেন অস্ট্রিয়ান এই ফুটবলার। ম্যাচের বাকি সময়ে বেশ কয়েকটি সহজ সুযোগ পেয়েও গোল করতে পারেননি অতিথি ফুটবলাররা। এ কারণে দুই গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। ম্যাচ শেষে বেয়ার্ন কোচ পেপ গার্ডিওলা বলেন, আগের দুই ম্যাচে আমরা ভাল করতে পারিনি। অনেকেই অনেক কথা বলেছেন। কিন্তু আমরা এ নিয়ে চিন্তিত ছিলাম না। আমরা সঠিক পথেই আছি। স্টুটগার্টের বিরুদ্ধে দল ভাল খেলার চেষ্টা করেছে। আমি নিশ্চয়তা দিতে চাই, আগামী দিনগুলোতে আরও গোছানো ফুটবল খেলবে ছেলেরা।
×