ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যেখানে কারও হাত পৌঁছায় না প্রয়োজনে সেখানেও হাত দেবে র‌্যাব ॥ বেনজীর

প্রকাশিত: ০৫:১১, ৯ ফেব্রুয়ারি ২০১৫

যেখানে কারও হাত পৌঁছায় না প্রয়োজনে সেখানেও হাত দেবে র‌্যাব ॥ বেনজীর

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন যেখানে কারো হাত পৌঁছায় না সাধারণ মানুষের নিরাপত্তার জন্য প্রয়োজনে আমরা সেখানেও হাত দেব। তিনি বলেন, যারা পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করে তারা জঙ্গী। এদেশে একবার আমরা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় জঙ্গীবাদের মারাত্মক উত্থান দেখেছিলাম। সেটি কিন্তু এদেশের সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীই নিশ্চিহ্ন করেছিল। আর এখন যা চলছে তাও নিশ্চিহ্ন করবে দেশের শান্তিপ্রিয় মানুষই। রবিবার বিকেলে তিনি রংপুরের পুলিশ অফিসার্স কোয়ার্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। এর আগে তিনি র‌্যাবের একটি হেলিকপ্টারযোগে রংপুরে এসে পৌঁছান। রুটিন সফরের অংশ হিসেবে তার এই সফর উল্লেখ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ জানুয়ারির পর দেশে হত্যাকা-ের সংখ্যা বেড়েছে, তবে ইভেন্ট কমেছে। এসব বন্ধে আমরা আমাদের সামর্থ্যরে সর্বোচ্চ বিন্দু দিয়ে দেশের নিরাপত্তার জন্য তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি, দাঁড়াব। তিনি বলেন, দেশে জঙ্গী দমন একটি চলমান প্রক্রিয়া। আর এই চলমান প্রক্রিয়া অব্যাহত আছে, থাকবে। তিনি বলেন, এর আগে অনেক বড় শত্রু আমরা মোকাবেলা করেছি, এটাও করব। আর এজন্য বরাবরের মতোই মিডিয়ার পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা চাই আমরা। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার দিলোয়ার বখত, ডিআইজি হুমায়ুন কবীর, বিজিবির উত্তর পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজার রহমান, জেলা প্রশাসক ফরিদ আহমেদ প্রমুখ। বিকেলেই তিনি আবার হেলিকপ্টারযোগে ঢাকা ফিরে যান।
×